ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ক্যাডেট মাদ্রাসার এমডি আটক

প্রকাশিত: ০৪:১৪, ২৪ আগস্ট ২০১৬

ক্যাডেট মাদ্রাসার এমডি আটক

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৩ আগস্ট ॥ সোমবার রাতে মাদারীপুর ক্যাডেট মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেনকে জঙ্গী সংশ্লিষ্টতার সন্দেহে আটক করেছে পুলিশ। মাদারীপুর শহরের সরকারী নাজিমউদ্দিন কলেজের পূর্বপাশে ১নং শকুনী এলাকা থেকে তাকে আটক করা হয়। আনোয়ার হোসেন সদর উপজেলার হাজরাপুর নেছারিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেডেন্ট। তিনি সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের উত্তর খাগছাড়া গ্রামের আবদুল কাদের মাতুব্বরের ছেলে। জানা গেছে, আনোয়ার হোসেন প্রথম জীবনে ছাত্রশিবির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরে তিনি ইসলামিক ব্যাংকের সাবেক ভাইস-চেয়ারম্যান কাজী হারুণ-উর-রশিদের আস্থাভাজন হন। এ সুবাদে কাজী হারুণ-উর-রশিদ পরিচালিত মাদারীপুর ক্যাডেট মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পান তিনি এবং দীর্ঘদিন এ পদেই বহাল থাকেন। হামলায় পোশাক শ্রমিক জখম নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৩ আগস্ট ॥ আশুলিয়ায় বাবু (২৫) নামের এক পোশাক শ্রমিককে কুপিয়ে জখম করে ও ইট দিয়ে মাথা থেতলে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে আশুলিয়া ইউনিয়নের আড়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পোশাক শ্রমিক আড়াগাঁও এলাকার আব্দুল মান্নানের ছেলে। জানা গেছে, দুপুরে নিজদের বাড়িতে বাবুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ও ইট দিয়ে মাথা থেতলে দেয় দুর্বৃত্তরা। পরে তাকে পরিবারের সদস্যরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। বিআরটিএ হেলপডেস্ক উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৩ আগস্ট ॥ জেলা প্রশাসনের উদ্যোগে বিআরটিএ পাবনা সার্কেলের হেলপডেস্ক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসক রেখা রানী বালো এ হেলপডেস্ক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাকসুদা বেগম সিদ্দীকা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোস্তাক আহমেদ, বিআরটিএ সহকারী পরিচালক এ এস এম ওয়াজেদ হোসেন। বিআরটিএর সেবাগ্রহীতা কোন সেবা কখন কিভাবে পাবেন তা এ হেলপডেস্ক থেকে জানানো হবে। মাদক ছাড়ার অঙ্গীকার নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২৩ আগস্ট ॥ মঙ্গলবার বিকেলে জেলা সদরের মোগলহাট ফুটবল খেলার মাঠে পুলিশ সুপারের কাছে শতাধিক মাদক বিক্রেতা মাদক বেচাকেনা ছাড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। মোগলহাট ফুলবল খেলার মাঠে মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শতাধিক মাদক বিক্রেতা পুলিশ সুপারের কাছে এসে মাদক বেচাকেনা না করার ঘোষণা দিয়ে আত্মসমর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার এসএম রশিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এনএস নাসিরুদ্দিন প্রমুখ।
×