ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহী প্যারামেডিক্যালে সংঘর্ষ ॥ আহত ৯

প্রকাশিত: ০৪:১৪, ২৪ আগস্ট ২০১৬

রাজশাহী প্যারামেডিক্যালে সংঘর্ষ ॥ আহত ৯

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৯ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- রেডিওলজি এ্যান্ড ইমেজিং বিভাগের নাঈম হোসেন, আশরাফ হোসেন, আবু হোসাইন, আবদুল কাইয়ুম, ফিজিওথেরাপি বিভাগের নাইম হোসেন, ইয়াসিন আরাফাত, গোলাম রাব্বী, ফার্মেসি বিভাগের নাহিদ হোসেন ও ল্যাবরেটরি বিভাগের আল আমিন। তারা সবাই প্রথম বর্ষের শিক্ষার্থী এবং ছাত্রলীগ কর্মী। রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান জানান, বিভিন্ন দাবিতে সারাদেশে মেডিক্যাল টেকনোলজিস্ট শিক্ষার্থীদের আন্দোলন চলছে। এই আন্দোলন চালানোর জন্য আইএইচটির রেডিওলজি এ্যান্ড ইমেজিং বিভাগের রানা ও রনি নামের প্রথম বর্ষের দুই শিক্ষার্থী চাঁদা তুলছিলেন। কিন্তু এই চাঁদার টাকা জমা না দেয়া নিয়ে গত কয়েকদিন ধরেই তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরে মঙ্গলবার দুপুরে বিভাগের ভেতরেই তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ও তার সহযোগীরা রানাকে মারপিট করেন। এরপর রানাও তার সমর্থকদের নিয়ে ছাত্রাবাসে গিয়ে রনির সমর্থকদের ওপর হামলা করে। এতে উভয়পক্ষের ৯ জন আহত হয়। বগুড়ায় ইয়াবাসহ ৬ জন গ্রেফতার স্টাফ রিপোর্টার,বগুড়া অফিস ॥ শাজাহানপুর ও সদর উপজেলার নিশিন্দারা এলাকা থেকে পুলিশের পৃথক অভিযানে সোমবার রাতে ২টি বিদেশী পিস্তলসহ ৫ সন্ত্রাসী ও ১হাজার পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলো-রসেদ আলী, সাইফুল ইসলাম, আতাউর রহমান, মানিক মিয়া, শফিকুল ইসলাম ও আকবর। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক বিক্রেতা আকবরের বাড়ি খুলনার দিঘলীয়ায়। অপর ৫জন শাজাহানপুর উপজেলার বাসিন্দা। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় শাজাহানপুর উপজেলার মাসিন্দা এলাকার ৫ সন্ত্রাসী অস্ত্রসহ সন্ত্রাসী কর্মকর্মকা-ের পরিকল্পনা করছিল।
×