ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পদ্মায় খেয়া নৌকাডুবি, এক লাশ উদ্ধার ॥ নিখোঁজ ৬

প্রকাশিত: ০৪:১৪, ২৪ আগস্ট ২০১৬

পদ্মায় খেয়া নৌকাডুবি, এক লাশ উদ্ধার ॥ নিখোঁজ ৬

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৩ আগস্ট ॥ লালপুর উপজেলার বিলমাড়িয়া বাজারের অদূরে পদ্মা নদীতে মঙ্গলবার খেয়া নৌকাডুবির ঘটনায় বেলাল হোসেন নামে এক যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে অন্তত ছয়জন। এদের মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া গেছে। নিখোঁজ ব্যক্তিরা হলেন- মোহরকয়া গ্রামের মৃত মহম্মদ তালুকদারের পুত্র ভাষান আলী (৩২), মৃত মসলেম উদ্দিনের পুত্র আরজেদ আলী (৪৩), নাসিম উদ্দিনের পুত্র জামরুল ইসলাম (২৫) ও চকবাদকয়া গ্রামের মৃত রহমান আলীর পুত্র চান্দের আলী (৫০), মৃত লাল চাঁদ ম-লের পুত্র জামাল উদ্দিন (৪৮) ও চকডাকোপ গ্রামের আছান আলী (৩৮)। বিকেল সোয়া ৫টার দিকে মোহরকয়া গ্রামের কমপো ম-লের ছেলে বেলাল হোসেনের লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে উপজেলার বিলমাড়িয়া খেয়া ঘাট থেকে একটি নৌকায় করে ৭৮/৮০ জন পলাশীর চরে কাজ করতে যাচ্ছিলেন। সকাল সাতটার দিকে নদীর মাঝ পথে গেলে প্রচ- বাতাস ও অতিরিক্ত যাত্রী বহনের কারণে নৌকাটি ডুবে যায়। পরে সাঁতরে এবং অন্য নৌকার সহযোগিতায় যাত্রীরা তীরে পৌঁছলেও ছয়জনের সন্ধান পাওয়া যায়নি। দুর্ঘটনার পরে নিখোঁজদের উদ্ধারে নাটোরের ফায়ার সার্ভিস ও রাজশাহী থেকে ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে । দিনদুপুরে ডাকাতি ॥ ৫ লাখ টাকা লুট স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর একটি বাসায় দিন দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে রাজাপুকুর লেনের সচ্চিদানন্দ রায় চৌধুরীর মালিকানাধীন পাঁচতলা ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। পুরুষশূন্য ঘরে শিশু ও গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ নগদ টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে ডাকাতরা। সচ্চিদানন্দ রায় বোয়ালখালী উপজেলার সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক। স্ত্রী ও ছোট ছেলে সবুজ রায় চৌধুরীর পরিবার নিয়ে তিনি ওই ফ্লোরে থাকতেন। সকাল সোয়া আটটার দিকে আমার স্বামী অফিসে যান। সকাল ১০টার দিকে আমার শ্বশুর গ্রামের বাড়ি বোয়ালখালীর উদ্দেশে বাসা থেকে বেরিয়ে যান। উনারা বাসা থেকে বের হওয়ার পর বাসার সামনের গেটে তালা দিয়ে আমি রান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আমার শাশুড়ি ছিলেন বাথরুমে। এরই মধ্যে গেটে আওয়াজ শুনতে পেয়ে সামনে এলে দেখি আমার ছোট ছেলে আয়ুষ্মানের গলায় দু’জন বোরকা পরা লোক ছুরি ধরে আছে। মুহূর্তে একজন আমার গলায়ও ছুরি ধরে।
×