ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুলিশের ওপর ইট নিক্ষেপ

সিলেটে ৩৫ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৪:১২, ২৪ আগস্ট ২০১৬

সিলেটে ৩৫ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট নগরীর আম্বরখানায় সোমবার রাতে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে ৩৫ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতেই এসআই শাহীন মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। নগরীর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) সুহেল আহমদ জানান, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক মাসুদ কামাল সুফীসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে মাসুদ কামাল সুফীসহ ১০ জনকে আটক করা হয়েছে। উল্লেখ্য, হযরত শাহজালাল (রহ)-এর উরস উপলক্ষে সোমবার সন্ধ্যা থেকে নগরীর আম্বরখানা-চৌহাট্টা-জিন্দাবাজার পয়েন্ট পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। রাত ১০টার দিকে আম্বরখানা হয়ে চৌহাট্টার দিকে মোটরসাইকেল নিয়ে ঢুকতে চান ছাত্রলীগ নেতা মাসুদ কামাল সুফী। এ সময় পুলিশ তাকে বাধা দেয়। মাসুদ কামাল সুফী নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে দায়িত্বরত পুলিশ কনস্টেবল আফাজ উদ্দিনের সঙ্গে বাগ্বিত-ায় লিপ্ত হন। একই সময়ে মাসুদ কামাল সুফীর সঙ্গে থাকা ১৫-২০ জন ছাত্রলীগকর্মী ‘জয় বাংলা’ সেøাগান দিয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। হামলার শিকার হয়ে পুলিশ ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে এসআই শাহীন, এএসআই আজিজ, ফরহাদ, কনস্টেবল আব্বাস আহত হন। এ সময় পুলিশ মাসুদ কামাল সুফী ও ছাত্রলীগকর্মী সাহেদসহ ১০ জনকে আটক করে। সাজা শেষে ভারত থেকে ফিরল ১৩ বাংলাদেশী অবৈধ অনুপ্রবেশ নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৩ আগস্ট ॥ অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে দেড় মাস সাজা ভোগের পর ১৩ বাংলাদেশীকে ফেরত পাঠিয়েছে বিএসএফ। সোমবার রাতে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠক শেষে বিএসএফ এদের বিজিবির হাতে তুলে দেয়। পরে রাত সাড়ে ১১টার দিকে বিজিবি তাদের কলমাকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ওই ১৩ জনের দুই নারী ও দুই শিশুসহ আটজনের বাড়ি নেত্রকোনায়, বাকি পাঁচজন সুনামগঞ্জের বাসিন্দা। পানি উন্নয়ন বোর্ডে নয়া অতিরিক্ত মহাপরিচালক প্রকৌশলী একেএম মমতাজ উদ্দিন সম্প্রতি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিওন) পদে যোগদান করেছেন। এর আগে তিনি বোর্ডে প্রধান প্রকৌশলী হিসেবে রাজশাহীতে কর্মরত ছিলেন। তিনি ১৯৮২ সালে প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ১৯৮৮ সালে এমএসসি ইন ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৮৩ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী (পুর) পদে যোগদান করে বোর্ডের নক্সা সার্কেল, তিস্তা ব্যারাজ প্রকল্প, জিকে সেচ প্রকল্প, যমুনা নদীর ভাঙ্গন রোধ প্রকল্পসমূহ ও মাঠপর্যায়ের বিভিন্ন প্রকল্পের আওতাধীন অবকাঠামো নির্মাণ সাফল্যের সঙ্গে সমাপ্তি করেন। তিনি ১৯৫৯ সালের ১২ জানুয়ারি জয়পুরহাট জেলার শেখপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। -বিজ্ঞপ্তি সিএনজি ফিলিং স্টেশনে পাবলিক টয়লেট স্থাপন রবিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ওয়াটারএইড বাংলাদেশ ও সিএনজি ফিলিং স্টেশন মালিক সমিতির যৌথ উদ্যোগে রাজধানীর রামপুরায় জামান ফিলিং স্টেশনে আধুনিক সুযোগ-সুবিধাসহ পাবলিক টয়লেটের উদ্বোধন করা হয়েছে। এইচএ্যান্ডএম ফাউন্ডেশনের অর্থায়নে ‘সানরাইজ’ প্রকল্পের আওতায় নগর স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে পাবলিক টয়লেট স্থাপনের পরিকল্পনার আওতায় এ টয়লেটটি স্থাপন করা হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মেসবাহুল ইসলাম পাবলিক টয়লেটটি উদ্বোধন করেন। এ সময় বিস্ফোরক অধিদফতরের ইন্সপেক্টর জেনারেল শামসুল আলম ও সিএসজি ফিলিং স্টেশন মালিক সমিতির সভাপতি মাসুদ আলী খান উপস্থিত ছিলেন। পাবলিক টয়লেটটি আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত এবং নারীদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। -বিজ্ঞপ্তি মাছের পোনা অবমুক্ত স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের বদ্ধ পুকুরে ৫০কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদফতরের আয়োজনে মঙ্গলবার দুপুরে মাছের পোনা অবমুক্ত করেন ঢাকা মৎস্য অধিদফতরের উপ-পরিচালক আকম আজিজুল হক। এসময় বরিশাল বিভাগীয় মৎস্য অধিদফতরের উপ-পরিচালক বজলুর রশীদ, জেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার মাহাবুবুল হক লিটন, গৌরনদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাস উপস্থিত ছিলেন। শামুক রক্ষায় গবেষণা স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ প্রকৃতির ফিল্টার শামুক কমে গেলে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হয় । এ কারণে শামুক কমে যাওয়ার পিছনে প্রজনন মৌসুমে শামুক ধরা ও বিক্রি, মাছের খাদ্য ও চুন তৈরিতে ব্যবহার, ডিমওয়ালা শামুক নিধন, শামুকের আশ্রয়স্থল তথা জলাশয় কমে যাওয়া, লবণাক্ততা বৃদ্ধি, কীটনাশকের ব্যবহার বৃদ্ধিসহ নানা কারণকে দায়ী করে শামুক রক্ষায় নানা পদক্ষেপ গ্রহণ করা জরুরী বলে মনে করেন একদল পরিবেশবিদ । মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে মিট দ্য প্রেস এ্যান্ড ডায়ালগে এই তথ্য জানানো হয়।
×