ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আরও একজনের মৃত্যু

পল্লী বিদ্যুতের জিএমসহ বরখাস্ত তিন

প্রকাশিত: ০৪:১১, ২৪ আগস্ট ২০১৬

পল্লী বিদ্যুতের জিএমসহ বরখাস্ত তিন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ কিশোরীগঞ্জ উপজেলার খামার গাড়াগ্রাম গ্রামে পল্লী বিদ্যুতের ছিঁড়েপড়া তারে জড়িয়ে আহতদের মধ্যে আরও একজন মারা গেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অষ্টম শ্রেণীর ছাত্র নাঈম (১৪) মৃত্যু হয়। নাঈমের মৃত্যুসহ এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে গিয়ে দাঁড়াল। আহতদের মধ্যে বর্তমানে রংপুরে চিকিৎসাধীন রয়েছে আরও আটজন। এদিকে এ ঘটনায় নীলফামারী পল্লীবিদ্যুত সমিতির মহাব্যবস্থাপক (জিএম) ইনসের আলী, কিশোরীগঞ্জ উপজেলার টেপারহাট পল্লীবিদ্যুত সমিতির অভিযোগ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহম্মেদ ও লাইনম্যান রুবেল হোসেনকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চিত্রা এক্সপ্রেস ট্রেনের নবরূপে যাত্রা শুরু খুলনা-ঢাকা রুট স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা-ঢাকা রুটে নতুন রূপে যাত্রা শুরু করেছে চিত্রা এক্সপ্রেস ট্রেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় জাতীয় পতাকার রঙের লাল সবুজের নতুন ও অত্যাধুনিক ১২টি কোচে (বগি) সুসজ্জিত এই ট্রেনটি খুলনা রেল স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। প্রধান অতিথি হিসেবে চিত্রা এক্সপ্রেসের নতুন কোচের যাত্রার উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি। এ উপলক্ষে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর সামসুজ্জামান মিয়া স্বপন। রেলওয়ে শ্রমিক লীগের খুলনা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোতালেব মিয়া। এ সময় রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, নিরাপত্তা কর্মীসহ বিপুল সংখ্যক উৎসাহী মানুষ স্টেশনে উপস্থিত ছিলেন। বেহাল আয়রন ব্রিজ নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৩ আগস্ট ॥ ধানখালী ইউনিয়নের ভাড়ানির খালের ওপর কালু মিয়ার বাজার সংলগ্ন আয়রন ব্রিজটি বেহাল। অর্ধেক সিøপার নেই। ভেঙ্গে গেছে। ক্রস এ্যাঙ্গেল জং ধরে ভেঙ্গে গেছে। দুই দিকের বিমেরও একই দশা। এখন মানুষ যোগাযোগ করছে চরম ঝুঁকি নিয়ে। পাঁচজুনিয়া গ্রাম থেকে গোটা ধানখালীর সাধারণ মানুষ ও জেলেরা ওই ব্রিজটি পার হয়ে উত্তর নিশানবাড়িয়া এবং দেবপুরে যায়। যেতে হয় রামনাবাদ নদীতে মাছ ধরতে। তাদের চরম ঝুঁকি নিয়ে ব্রিজটি পার হতে হয়। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে স্কুল-মাদ্রাসাগামী শিক্ষার্থীরা। প্রায় ১২ বছর আগে নির্মিত আয়রণ ব্রিজটি কয়েক দফা মেরামত করা হয়েছে। তার ওপরে অধিকাংশ লোহার এ্যাঙ্গেল জং ধরে ভেঙ্গে গেছে।
×