ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিল্পী ফরিদ আলীকেশেষ বিদায়

প্রকাশিত: ০৪:০৯, ২৪ আগস্ট ২০১৬

শিল্পী ফরিদ আলীকেশেষ বিদায়

স্টাফ রিপোর্টার ॥ সহকর্মী ও শুভাকাক্সক্ষীদের শ্রদ্ধা-ভালবাসায় চিরবিদায় নিলেন জনপ্রিয় অভিনয়শিল্পী ও মুক্তিযোদ্ধা ফরিদ আলী। তিন দফা জানাজা শেষে মঙ্গলবার বিকেলে এই শিল্পীকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়। তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয় সকাল ১০টায় ঠাটারী বাজারের বাসভবন সংলগ্ন স্থানীয় একটি মসজিদে। এখানেই প্রয়াত শিল্পীকে মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। বাদ জোহর তেজগাঁওয়ের চ্যানেল আই কার্যালয়ে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। এরপর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিত হয় তৃতীয় জানাজা। বেলা দুইটার পর ফরিদ আলীর শবদেহ নিয়ে আসা হয় বিএফডিসি প্রাঙ্গণে। এখানে তাঁর সহকর্মীরা ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পাশাপাশি অংশ নেন জানাজায়। জানাজায় অংশ নেন চলচ্চিত্র অভিনেতা রুবেল, ওমর সানি, অমিত হাসান, সম্রাট, মিজু আহমেদ, সুব্রত প্রমুখ। পরিচালকদের মধ্যে ছিলেন বদিউল আলম খোকন, মোস্তাফিজুর রহমান মানিক, জি সরকার, এম আউল পিন্টু প্রমুখ। ফরিদ আলীর তিন সন্তান ইশতিয়াক আলী শুভ, মনোয়ার আলী বাঁধন ও ইমরান আলী শুভসহসহ পরিবারের সদস্যদের সমবেদনা জানান শিল্পীরা। এছাড়া চলচ্চিত্র শিল্পী সমিতি, পরিচালক সমিতি ও প্রযোজক সমিতির পক্ষ থেকে নিবেদন করা হয় ফুলেল শ্রদ্ধাঞ্জলি। চলচ্চিত্র অভিনেতা রুবেল বলেন, এদেশে অনেক কমেডিয়ান আছেন। তবে ফরিদ আলীর অভিনয়ের ধারাটি ছিল ভিন্ন ধরনের। কারণ তাঁর অসাধারণ অভিনয় সহজেই আকৃষ্ট করত দর্শককে। শিল্পীর পরিচয়ের বাইরে তাঁর সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি একজন ভাল মানুষ ছিলেন। এ কারণেই সব শিল্পীই তাঁকে পছন্দ করতেন। তবে আক্ষেপের বিষয় হলো তাঁর বিদায়বেলায় বর্তমান খ্যাতিমান শিল্পীদের অনেকেই শেষ শ্রদ্ধাটুকু জানাতে আসেননি। বাদ জোহর চ্যানেল আই কার্যালয়ে ফরিদ আলীর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন অভিনেতা খায়রুল আলম সবুজ, শহিদুল আলম সাচ্চু, চলচ্চিত্র নির্মাতা আ সৈয়দ সালাহউদ্দিন জাকি, কণ্ঠশিল্পী খুরশিদ আলম, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর প্রমুখ।
×