ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রুসেফের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু হচ্ছে

প্রকাশিত: ০৪:০৮, ২৪ আগস্ট ২০১৬

রুসেফের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু হচ্ছে

ব্রাজিলের সাময়িক বরখাস্তকৃত প্রেসিডেন্ট দিলমা রুসেফকে ক্ষমতা ফিরে পেতে চূড়ান্ত লড়াইয়ের মুখোমুখি হতে হচ্ছে। প্রেসিডেন্ট পদ থেকে তাকে স্থায়ীভাবে সরানোর লক্ষ্য নিয়ে সিনেটররা বৃহস্পতিবার তার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করবেন। খবর এএফপির। রুসেফ অভিশংসিত হলে ব্রাজিলে বামপন্থীদের ১৩ বছরের শাসনের অবসান ঘটবে। অভিশংসন প্রক্রিয়া কয়েকদিন ধরে চলবে। এ সময় রুসেফকে (৬৮) আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হবে। তার বিরুদ্ধে সরকারী তহবিলের তথ্যবিকৃতির অভিযোগ রয়েছে। রুসেফ অভিশংসনের বিষয়টিকে তার প্রতিদ্বন্দ্বীদের অভ্যুত্থান হিসেবে বর্ণনা করেছেন। সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইকেল তিমার এ অভিশংসন প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন। বৃহত্তম ইনডোর থিম পার্ক দুবাই শহরে তৈরি হলো বিশ্বের বৃহত্তম ইনডোর থিম পার্ক। চলতি মাসেই খুলে দেয়া হবে। আইএমজি ওয়ার্ল্ডস অব এ্যাডভেঞ্চার নামে পার্কটি এক লাখ ৪০ হাজার বর্গ মিটার আয়তনের। শীতাতপ নিয়ন্ত্রিত বিনোদন কেন্দ্রটিতে ডাইনোসর, রোলার কোস্টার, মারভেল সুপারহিরো ও কার্টুন নেটওয়ার্কের চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে। - হিন্দু মিডিয়া ডটনেট বিক্রি বিজ্ঞাপনী প্রযুক্তি স্টার্টআপ মিডিয়া ডটনেট কিনেছে একদল চীনা বিনিয়োগকারী। ৯০ কোটি ডলারের বিনিময়ে ওই চুক্তি হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা দিভিয়াঙ্ক তুরাখিয়া। দুবাই ও নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠানটির মোট আয়ের ৯০ শতাংশই আসে যুক্তরাষ্ট্র থেকে। গত বছর প্রতিষ্ঠানটির মোট আয় ছিল ২৩ কোটি ২০ লাখ ডলার। এই আয়ের অর্ধেকেরও বেশি আসে মোবাইল ব্যবহারকারীদের কাছ থেকে। ক্রেতাদলের নেতৃত্বে আছেন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বেজিং মিতেনো কমিউনিকেশন টেকনোলজি কোম্পানির চেয়ারম্যান ঝ্যাং ঝিয়ং। -টেকক্রাঞ্চ
×