ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সৌদি আরবে অস্ত্র বিক্রি ॥ যুক্তরাজ্যের সমালোচনা অক্সফামের

প্রকাশিত: ০৪:০৭, ২৪ আগস্ট ২০১৬

সৌদি আরবে অস্ত্র বিক্রি ॥ যুক্তরাজ্যের সমালোচনা অক্সফামের

ত্রাণ সংস্থা অক্সফাম সৌদি আরবের সঙ্গে অস্ত্র বিক্রির চুক্তির ব্যাপারে অস্বীকৃতি ও বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ এনেছে যুক্তরাজ্যের মন্ত্রীদের বিরুদ্ধে। বলা হয়েছে, এ অস্ত্র ইয়েমেনে ব্যবহার করা হতে পারে। খবর বিবিসি অনলাইনের। সৌদি আরব সমর্থিত ইয়েমেনী সরকার শিয়া বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। সৌদি আরবে অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য যুক্তরাজ্য সরকারের প্রতি রবিবার আহ্বান জানানো হচ্ছে। ইয়েমেনের গৃহযুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘিত হওয়ায় যে উদ্বেগের সৃষ্টি হয়েছে সে প্রেক্ষাপটেই এ আহ্বান জানানো হচ্ছে। অক্সফাম বলেছে, অস্ত্র বাণিজ্য চুক্তি লঙ্ঘন করছে এমন উল্লেখযোগ্য দেশগুলোর যুক্তরাজ্য অন্যতম। বর্তমান অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন না, করা যুদ্ধাপরাধ না করা, মানবাধিকারের অপব্যবহার ও বেআইনীভাবে অস্ত্র ব্যবহার না করার বিষয়গুলো নিশ্চিত করার জন্য বাণিজ্য চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলোর সরকার অস্ত্র রফতানি চুক্তি পর্যালোচনা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ব্রিটিশ সরকার গত বছর সৌদি আরবের কাছে ৩শ’ কোটি পাউন্ডের বেশি মূল্যের অস্ত্র বিক্রি অনুমোদন করেছে। যুক্তরাষ্ট্র অনুমোদন করেছে ৪শ’ কোটি পাউন্ড মূল্যের অস্ত্র এবং ফ্রান্স অনুমোদন করেছে প্রায় ১৪ হাজার কোটি পাউন্ডের অস্ত্র। বিশ্বব্যাপী বছরে ১ দশমিক ৩ ট্রিলিয়ন পাউন্ডের অস্ত্র বাণিজ্য হয় বলে মনে করা হয়। ধ্বংসযজ্ঞের এক বছর দুই হাজার বছরের বেশি সময় ধরে প্রাচীন সব মন্দির আর রাস্তাঘাট নিয়ে টিকে আছে সিরীয় শহর পালমিরা। পালমিরা সিরিয়ার রাজধানী দামেস্কের ২১০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। শহরটি মূলত একটি মরুদ্যান। পালমিরা ছিল মূলত দূর পথযাত্রীদের বিশ্রাম নেয়ার স্থান। খ্রিস্টপূর্ব প্রথম শতক থেকে পরবর্তী ৪০০ বছর পালমিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ শহরে পরিণত হয় মূলত মসলা, সুগন্ধি রেশম এবং হাতির দাঁতের শিল্পের ব্যবসার জন্য। পালমিরা জাতিসংঘের ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ। গত বছরের ২৩ আগস্ট পালমিরার এক প্রাচীন মন্দির বাল শামিন গুঁড়িয়ে দেয় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গীরা। এ ধ্বংসযজ্ঞের এক বছরপূর্তি উপলক্ষে ২০১৪ সালে তোলা বাল শামিন মন্দিরের দুটি স্তম্ভের ছবি মঙ্গলবার প্রকাশ করে বার্তা সংস্থা এএফপি।
×