ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিহত ১ ॥ অভিযোগ অনশন কর্মসূচী ঠিকমতো কভারেজ দেয়া হয়নি

করাচীতে টিভি চ্যানেলে ঢুকে এমকিউএম কর্মীদের গুলি

প্রকাশিত: ০৪:০৭, ২৪ আগস্ট ২০১৬

করাচীতে টিভি চ্যানেলে ঢুকে এমকিউএম কর্মীদের গুলি

পাকিস্তানের করাচী শহরের বেসরকারী টিভি চ্যানেল এআরওয়াই’র কর্মীদের লক্ষ্য করে সোমবার গুলি ছুড়েছে বিক্ষোভকারীরা। মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) কর্মী-সমর্থকদের ওই হামলায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। দলটির একটি অনশন কর্মসূচীর খবর গুরুত্ব দিয়ে প্রচার না করায় ওই টিভি কর্মচারীদের ওপর হামলা চালানো হয়েছে। খবর বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। এআরওয়াই জানায়, এমকিউএমের উচ্ছৃঙ্খল কর্মীরা আকস্মিকভাবে অফিসে ঢুকে পড়ে নিরাপত্তাকর্মীদের আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে লোকজনকে মারধর করে এবং গুলি চালায়। তারা প্রায় এক ঘণ্টা ধরে তা-ব চালায়। তারা এ সময় চ্যানেলে কর্মরত নারীদের এক ঘণ্টা জিম্মি করে রাখে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এমকিউএমের লন্ডন প্রবাসী নেতা আলতাফ হোসেন বিক্ষোভের ডাক দেয়ার পর বেসরকারী টিভি চ্যানেল এআরওয়াইর কর্মীদের লক্ষ্য করে গুলির ঘটনাটি ঘটে। দলটি করাচীতে যথেষ্ট প্রভাবশালী। তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধ, অপহরণ, নির্যাতন ও হত্যার অভিযোগ রয়েছে। তবে দলটি এসব অভিযোগ অস্বীকার করে থাকে। ওই টিভি কেন্দ্রটি লক্ষ্য করে গুলি ছোড়া ছাড়াও এমকিউএম কর্মীরা অফিস ভবনে ও পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করেছে বলে পুলিশের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন। এআরওয়াই’র উপস্থাপক কাশিফ আব্বাসি ডন পত্রিকাকে বলেন, ‘এরা এমকিউএমের লোকজন। তিনি (আলতাফ) লন্ডনে বসে তার কর্মীদের ১০ মিনিটের মধ্যেই এটি করার নির্দেশ দিয়েছেন আর তারা তা করেছে।’ সোমবার দিনের আরও আগের দিকে এমকিউএমের কর্মীরা স্থানীয় একটি প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে সেখানে আগে থেকে অনশনরত দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগ দেয়। তাদের অভিযোগ, নিরাপত্তা বাহিনী বিভিন্ন সময়ে তাদের ওপর আক্রমণ চালিয়েছে।
×