ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পরিকল্পনা কমিশনকে শক্তিশালী করা হবে ॥ মুস্তফা কামাল

প্রকাশিত: ০৩:৪৮, ২৪ আগস্ট ২০১৬

পরিকল্পনা কমিশনকে শক্তিশালী করা হবে ॥ মুস্তফা কামাল

স্টাফ রিপোর্টার ॥ পরিকল্পনা কমিশনের কার্যক্রম সংকোচন নয় বরং একে আরও শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সম্প্রতি পরিকল্পনা কমিশনের কার্যক্রম সংকোচিত করা হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ করে। এর প্রেক্ষিতে মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী। মন্ত্রী বলেন, পরিকল্পনা কমিশন বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া। এটা ঐতিহাসিক প্রতিষ্ঠান। এই কমিশনের দায়িত্ব মানে ‘লিগেসি অব ট্রাস্ট’। আর আমি সেটাই করে যাচ্ছি। কমিশনকে আরও শক্তিশালী করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ব। জোট সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এটা যারা ভাঙ্গতে পারত, তারাই ভাঙ্গার সাহস করেনি। এই সরকারের কেউ যদি এটাকে ভাঙ্গার পরিকল্পনা করেন, তাহলে বুঝতে হবে তারা আমাদের মতের (বঙ্গবন্ধুর অনুসারী) নন। তিনি বলেন, যদি কেউ কোন পরিবর্তন আনতে চান, তাহলে বর্তমান অবকাঠামো ঠিক রেখেই এটাকে আরও শক্তিশালী করা যেতে পারে। আজ থেকে ইগলুর আইসক্রিম উৎসব শুরু দেশের জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড ইগলুর উদ্যোগে দেশের বৃহত্তম আইসক্রিম উৎসব শুরু হচ্ছে। আজ বুধবার থেকে চার দিনব্যাপী এই আয়োজনে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত থাকবে চারটি জনপ্রিয় ব্যান্ডদলের পরিবেশনা। পাশাপাশি থাকবে ছোটদের খেলার আয়োজন, মেহেদি, ট্যাটুসহ আরও অনেক কিছু। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আইসক্রিম উৎসবের বিস্তারিত তুলে ধরেন ইগলুর প্রধান নির্বাহী কর্মকর্তা জি এম কামরুল হাসান। তিনি বলন, রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার ১ নম্বর হল গুলনকশায় এটি অনুষ্ঠিত হবে। দেশের আইসক্রিমপ্রেমীদের জন্যই আমাদের এই ক্রিম উৎসব। তারা ৭০০ টাকায় প্রায় ৭৪ রকমের আইসক্রিম খেতে পারবেন। আইসক্রিমপ্রেমী ও সংগীত পিপাসুরা ২৪ থেকে ২৭ আগস্ট প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই আনন্দ উপভোগ করতে পারবেন। -অর্থনৈতিক রিপোর্টার কাপ্তাই হ্রদে ১৪৬ মে.টন মৎস্য আহরণের রেকর্ড কাপ্তাই হ্রদ থেকে একদিনে ১৪৬ মে.টন মাছ আহরণ করে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। চলতি বছর হ্রদ থেকে মাছ আহরণ করার প্রথমদিন সোমবার রাত পর্যন্ত এই পরিমাণ আহরণ করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। রাঙ্গামাটি মৎস্য উন্নয়ন কর্পোরেশনের এটি একটি বড় সাফল্য। বিএফডিসি, কমান্ডার মোঃ মাইনুল ইসলাম সরকার জানান, হ্রদে প্রকৃতিকভাবে মাছের বংশ বৃদ্ধির লক্ষ্যে ১০০ দিন সকল ধরনের মাছ ধরা বন্ধ রাখেন। ১৯৬৫ সালে ওই অর্থবছরে মাছ আহরণ করা হয়েছিল মাত্র ১২০৬.৬৩ মে.টন। ওই বছর থেকে মৎস্য উৎপাদনের মাধ্যমে কাপ্তাই হ্রদ হতে বাণিজ্যিকভাবে মৎস্য উৎপাদন শুরু হয়। কর্পোরেশন হ্রদের মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য মাছের প্রজনন মৌসুমে অবৈধ্য মৎস্য আহরণ ও পাচার রোধ, মৎস্য আইন বাস্তবায়ন, কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তি এবং মাছের জন্য অভয়াশ্রম সৃষ্টি করায় এই সাফল্য এসেছে বলে ব্যবসায়ীরা জানান। -নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি
×