ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পায়রা বন্দরে আসা দ্বিতীয় জাহাজটিও ফিরে গেছে

প্রকাশিত: ০৩:৪৭, ২৪ আগস্ট ২০১৬

পায়রা বন্দরে আসা দ্বিতীয় জাহাজটিও ফিরে গেছে

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পায়রা সমুদ্র বন্দরের ‘এমভি এফ এস বিচ’ জাহাজ থেকেও পণ্য খালাস করা যায়নি। এর আমদানিকারক মদিনা গ্রুপ ক্লিঙ্কারবাহী জাহাজটিকে চট্টগ্রাম বন্দরে নিয়ে মাল খালাস করার সিদ্ধান্ত নিয়েছে। মদিনা গ্রুপের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, মঙ্গলবার সন্ধ্যা সাতটায় পায়রা সমুদ্র বন্দরের বহির্নোঙর থেকে জাহাজটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে। ফলে পণ্যবাহী দ্বিতীয় জাহাজটিও ফিরে গেল। বন্দর সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট পায়রা সমুদ্র বন্দরের বহির্নোঙরে মালয়েশিয়া থেকে ১২ হাজার ৫০২ মেট্রিক টন ক্লিঙ্কার নিয়ে আসে এ জাহাজটি। মদিনা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক (ডিজিএম) মো. কামরুল হাসান বলেন, আমরা কয়েকদিন ধরে অপেক্ষা করছিলাম। মাদার ভ্যাসেল থেকে পণ্য খালাস করার জন্য কয়েকবার চেষ্টাও চালানো হয়েছে। কিন্তু সাগর এতটা উত্তাল, মাদার ভ্যাসেলের সঙ্গে কোন লাইটার জাহাজ ভিড়ানো যায়নি। সকল প্রস্তুতি থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত পণ্য খালাস করা যায়নি। তিনি আরও জানান, চট্রগ্রাম বন্দরে আংশিক মাল খালাস করার পর ২৬-২৭ আগস্ট পুনরায় জাহাজটি পায়রা সমুদ্র বন্দরের অভ্যন্তরীণ নোঙরের কাছাকাছি নিয়ে আসা হবে এবং বাকি মাল এখানে খালাস করা হবে। পায়রা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যাপ্টেন মোঃ সাইদুর রহমান সাংবাদিকদের বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এমন সমস্যা হয়েছে। তবে এ জাহাজ দুটি পুনরায় পায়রা বন্দরে ফিরে আসবে। আরও পণ্যবাহী জাহাজ পায়রা বন্দরে আসার অপেক্ষায় রয়েছে। পায়রাকে ঘিরে দ্রুত বদলে যাচ্ছে লালুয়া ইউনিয়নবাসীর জীবনধারা অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রাকে ঘিরে দ্রুত বদলে যাচ্ছে কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নবাসীর জীবনধারা। জমির দাম বেড়ে গেছে কয়েকগুণ। কিছুদিন আগে কৃষিকাজ ও নদীতে মাছ ধরে যাদের জীবিকা চলত, তাদের অনেকেই এখন পেশা পরিবর্তন করে নানা ধরনের ব্যবসা করছেন। জেলার সবচেয়ে নদীভাঙ্গন কবলিত এলাকা ছিল এই ইউনিয়ন। এ কারণে দারিদ্র্যসীমার নিচেই ছিল বাসিন্দাদের জীবনমান। ২০১৫ সালের ১৩ জানুয়ারি লালুয়া ইউনিয়নে রাবনাবাদ চ্যানেলের পশ্চিম তীরে বাংলাদেশের তৃতীয় সমুদ্রবন্দর গড়ে তোলার জন্য কারিগরি ও অর্থনৈতিক সমীক্ষা শুরু করে একটি ব্রিটিশ কোম্পানি। এরপর থেকেই ধীরে ধীরে বদলে যেতে শুরু করে দক্ষিণাঞ্চলের অবহেলিত জনপদ লালুয়া ইউনিয়ন। ঈদে মার্সেলের নতুন মডেলের ফ্রিজ, টিভি অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে ফ্রিজ বিক্রির প্রধান মৌসুম ঈদ-উল-আযহা বা কোরবানির ঈদ। এবার ঈদে ফ্রস্ট, নো ফ্রস্ট এবং ডিপ ফ্রিজ বিক্রির ব্যাপক প্রস্তুতি নিয়েছে দেশীয় ব্র্যান্ড মার্সেল। ঈদ উপলক্ষে নতুন মডেলের বুম বক্স এলইডি টিভি বাজারে ছেড়েছে তারা। এসেছে আরও ৪ মডেলের নতুন এলইডি টিভি, চার মডেলের ফ্রিজ। মার্সেল ক্রেতাদের জন্য নিয়ে এসেছে নতুন মডেলের হোম এবং ইলেকট্রিক্যাল এ্যাপ্লায়েন্সেস। তাদের টার্গেট গত বছরের কোরবানির ঈদের তুলনায় এবার ৫০ শতাংশ বেশি পণ্য বিক্রির। মার্সেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ উপলক্ষে তারা বাজারে এনেছে ২০ ইঞ্চির এলইডি টিভি। এই টিভির দুই পাশে শক্তিশালী সাউন্ড বক্স থাকায় এর নাম দেয়া হয়েছে ‘বুম বক্স’।
×