ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হোঁচট খেল চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি

প্রকাশিত: ০৩:৪৬, ২৪ আগস্ট ২০১৬

হোঁচট খেল চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৬-১৭ অর্থবছরের জুলাই মাসে চামড়া ও চামড়াজাত পণ্য রফতানিতে আয় হয়েছে ৯ কোটি ২৫ লাখ মার্কিন ডলার; যা এই সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ১৬ দশমিক ৯১ শতাংশ কম। একইসঙ্গে গত ২০১৫-১৬ অর্থবছরের প্রথম মাসে রফতানি আয়ের তুলনায়ও ২ দশমিক ২৬ শতাংশ কম বৈদেশিক মুদ্রা আয় হয়েছে এই খাতে। বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আগস্ট মাসে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য রফতানিতে আয় হয়েছিল ১১৬ কোটি ৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। চলতি ২০১৬-১৭ অর্থবছরে এই খাতের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২২ কোটি মার্কিন ডলার। এর মধ্যে শুধু জুলাই মাসে রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১১ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার। ২০১৬-১৭ অর্থবছরের প্রথম মাসে কাঁচা চামড়া রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২ কোটি ৫৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। তবে এ সময়ের মধ্যে আয় হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪১ দশমিক ৪৫ শতাংশ কম। গত ২০১৫-১৬ অর্থবছরের জুলাই মাসে চামড়া রফতানিতে আয় হয়েছিল ২ কোটি ২১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। অর্থাৎ আগের অর্থবছরের তুলনায় এ বছরের প্রথম মাসে চামড়া রফতানি আয় ৩২ দশমিক ৪৯ শতাংশ কমেছে। সদ্য সমাপ্ত ২০১৫-১৬ অর্থবছরের প্রথম মাসে চামড়াজাত পণ্য রফতানিতে আয় হয়েছিল ২ কোটি ৫ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। চলতি অর্থবছরের প্রথম মাসে এ খাতের পণ্য রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪ কোটি ১০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। নওগাঁয় চেম্বার নির্বাচনে মনোনয়নপত্র বাছাই আজ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে দুটি প্যানেলের এবং ৫টি ট্রেডের মোট ৪৩টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে চেম্বারের বর্তমান সভাপতি মোহাম্মদ আলী দ্বীনসহ তার প্যানেলের ২১টি, বর্তমান সিনিয়র সহ-সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেলের প্যানেলের ১৭টি এবং ৫টি ট্রেডের। নির্বাচন কমিশন সূত্র জানায়, প্রার্থীরা ৪৬টি মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। আজ বুধবার (২৪ আগস্ট) মনোয়নপত্র বাছাই করা হবে। প্রার্থী প্রত্যাহারের শেষ দিন ৫ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ আগামী ২৪ সেপ্টেম্বর। ভোটগ্রহণের দিন সকাল ৯টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত ১ হাজার ৮৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বিরতিহীনভাবে। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন, এ্যাডভোকেট পিযুষ কুমার সরকার।
×