ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাতাসে এ্যামোনিয়া ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্টে বহু মানুষ অসুস্থ ॥ হাসপাতালে ভর্তি

চিটাগাং সার কারখানার ডিএপির প্ল্যান্টে বিস্ফোরণ

প্রকাশিত: ০৯:২৪, ২৩ আগস্ট ২০১৬

চিটাগাং সার কারখানার ডিএপির প্ল্যান্টে বিস্ফোরণ

মোয়াজ্জেমুল হক, চট্টগ্রাম অফিস ॥ কর্ণফুলী নদীর দক্ষিণপাড়ে আনোয়ারা এলাকায় অবস্থিত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজারের (সিইউএফএল) ডাই এ্যামোনিয়া ফসফেট (ডিএপি)-এর ১নং প্লান্টের গ্যাসলাইনে ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটেছে। পাঁচ শ’ টন ধারণক্ষমতাসম্পন্ন এই ট্যাঙ্কে তখন তিন শ’ টন এ্যামোনিয়া গ্যাস ছিল। এ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ায় রাত পৌনে দুইটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত অর্ধশতাধিক নারী-পুরুষ ও শিশু অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অসুস্থ লোকের সংখ্যা ক্রমেই বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। সিইউএফএল সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ্যামোনিয়া ট্যাঙ্কে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ডিএপি প্লান্টের এই গ্যাস লাইনটি কর্ণফুলীর তীর সংলগ্ন এলাকায় অবস্থিত। জেলা প্রশাসক মেজবাহউদ্দিন আহমেদ জানিয়েছেন এই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ্যামোনিয়া গ্যাস দ্রুত ছড়িয়ে পড়ায় সংলগ্ন এলাকার লোকজনের শ্বাসপ্রশ্বাসে কষ্ট হচ্ছে। বাতাস উল্টামুখী থাকায় পতেঙ্গা, হালিশহর, বন্দর সদরঘাট, মাঝির ঘাট ও আগ্রাবাদ এলাকার মানুষের শ্বাসপ্রশ্বাসে মারাত্মক ব্যাঘাত ঘটছে। এতে মানুষের স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে। দ্রুত অসুস্থ হওয়া মানুষের সংখ্যা বাড়ছে। এ অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে পতেঙ্গার বিস্তীর্ণ এলাকার অধিবাসীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। সিইউএফএল সংলগ্ন কাফকো এলাকায় বেশকিছু লোক অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে। এ্যামোনিয়া গ্যাস কর্ণফুলী নদীর উত্তর পাড় অর্থাৎ শহরের পতেঙ্গা এলাকার লোকালয়ে আঘাত হেনেছে। প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত এলাকার লোকজনকে দরজা-জানালা বন্ধ করে থাকতে বলা হয়েছে। চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী এ্যামোনিয়া আক্রান্ত এলাকার মানুষকে দরজা জানালা বন্ধ করে থাকতে পরামর্শ দিয়েছেন এবং অসুস্থ লোকদের ঘন ঘন পানি খেতে বলেছেন। কর্ণফুলী থানার পুলিশ জানায়, ঘটনার পর থেকে কর্ণফুলীর দক্ষিণপাড়ে সিইউএফএল সংলগ্ন এলাকা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পার্শ্ববর্তী কাফকোতে অসুস্থ হয়ে পড়া লোকদের হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হচ্ছে। সিইউএফএল এলাকাটি সংরক্ষিত এলাকা হওয়ায় এখানে নাশকতার কোন ঘটনা ঘটেনি বলে দাবি করছে কর্তৃপক্ষ। প্রাথমিক তথ্যানুযায়ী যান্ত্রিক ত্রুটির কারণে এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে। উল্লেখ্য, সিইউএফএল কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। এর অধীনে ডিএপি প্লান্টের ১নং ইউনিটের ট্যাঙ্কেও গ্যাসলাইনে এ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। অপরদিকে কর্ণফুলী উল্টাপাড়ে পতেঙ্গা এলাকায় পুলিশ ও ফায়ার সার্ভিস অসুস্থ হয়ে পড়া লোকদের হাসপাতালে পাঠাতে তৎপর রয়েছে।
×