ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দক্ষতা, পেশাদারিত্ব পর্যবেক্ষণে বিমান ও আইএটিএ চুক্তি

প্রকাশিত: ০৮:৪৩, ২৩ আগস্ট ২০১৬

দক্ষতা, পেশাদারিত্ব পর্যবেক্ষণে বিমান ও আইএটিএ চুক্তি

স্টাফ রিপোর্টার ॥ উড়োজাহাজের ককপিটে বসে পাইলটরা কোন ধরনের ভুল ত্রুটি করেন, কতটা দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেন- তা বিস্তারিত পর্যবেক্ষণ করার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইন্টারন্যাশনাল এয়ার ট্র্রান্সপোর্ট এ্যাসোসিয়েশন্স (আইএটিএ)-এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার বিমান প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমানের চেয়ারম্যান এয়ারমার্শাল ইনামুল বারী, সিভিল এ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী, বিমানের এমডি ক্যাপ্টেন মোসাদ্দিক আহমেদ, আইএটিএ-এর রিজিওনাল ম্যানেজার মি. কাউলেস ব্লেয়ার ও পাইলট এ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মাহবুব। প্রধান অতিথি এয়ারমার্শাল ইনামুল বারী বলেন, আধুনিক বিশ্বে নিরাপদে উড়োজাহাজ চলাচলে ফ্লাইট ডাটা এক্সচেঞ্জ (এডিএক্স) কার্যকর ভূমিকা পালন করে। ফ্লাইট ডাটা মনিটর করার এ পদ্ধতিতে ককপিটের সব ধরনের তথ্যই রেকর্ড করা হয়। সেটার ভিত্তিতে পাইলট তার দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। দুর্ঘটনা এড়াতে এফডিএক্স পদ্ধতি অনেক সহায়ক ভূমিকা রাখে। এ চুক্তির ফলে আধুনিক প্রযুক্তিতে বিমানের আরও এক দফা অগ্রগতি হলো।
×