ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাসের অগ্রিম টিকেট আজ থেকে

প্রকাশিত: ০৮:২১, ২৩ আগস্ট ২০১৬

বাসের অগ্রিম টিকেট আজ থেকে

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু হচ্ছে। উত্তরাঞ্চলের ২১ জেলার বাসযাত্রীরা অগ্রিম টিকেট সংগ্রহ করতে পারবেন। তবে এবারও সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে বাসের অগ্রিম টিকেট বিক্রি হচ্ছে না। বাস কাউন্টারের কর্মীরা মনে করছেন, এবার ৮ ও ৯ সেপ্টেম্বরের টিকেটের চাহিদা বেশি থাকবে। এ ব্যাপারে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এ্যাসোসিয়েশনের সভাপতি ও সোহাগ পরিবহনের এমডি ফারুক তালুকদার সোহেল জনকণ্ঠকে বলেন, অগ্রিম টিকেট বিক্রির বিষয়ে আমাদের সমিতির বৈঠক হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হচ্ছে। যতক্ষণ কাউন্টারে টিকেট থাকবে ততক্ষণ যাত্রীরা তা সংগ্রহ করতে পারবেন। তিনি জানান, প্রতি বছরের মতো এবারও নারী যাত্রীদের জন্য কাউন্টারে পৃথক লাইন ও বুথের ব্যবস্থা থাকবে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রমেশ চন্দ্র ঘোষ জনকণ্ঠকে বলেন, এবারও কেউ যেন যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। ইতোমধ্যে মালিক সমিতির সদস্যদের এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশও দেয়া হয়েছে। তিনি বলেন, চেয়েছিলাম শুক্রবার থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু করতে। কেননা, শুক্রবার অফিস-আদালত বন্ধ থাকে। ওই দিন মানুষ সহজে টিকেট কিনতে পারেন। কিন্তু সমিতি যেহেতু মঙ্গলবার থেকে টিকেট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে, তাই তা মানতে আমাদের আপত্তি নেই। ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে আগামী ২৯ আগস্ট থেকে। রেলমন্ত্রী জানান, ঈদের আগে তিন দিন ও ঈদের পর সাত দিন পাঁচ জোড়া এবং ঈদের দিন শোলাকিয়া স্পেশাল দুই জোড়া, মোট সাত জোড়া ট্রেন চলাচল করবে। জানা গেছে, ২৯ আগস্ট বিক্রি হবে ৭ সেপ্টেম্বরের ট্রেনের অগ্রিম টিকেট। এছাড়া ৩০ আগস্ট ৮ সেপ্টেম্বরের, ৩১ আগস্ট ৯ সেপ্টেম্বরের, ১ সেপ্টেম্বর ১০ সেপ্টেম্বরের, ২ সেপ্টেম্বর ১১ সেপ্টেম্বরের টিকেট বিক্রি হবে। নদীপথে লঞ্চের অগ্রিম টিকেট ও বিআরটিসি বাসের অগ্রিম টিকেট বিক্রির সিদ্ধান্ত এখনও হয়নি।
×