ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতির পিতা হত্যায় মোশতাক যেভাবে জড়িত, জিয়াও সেভাবে জড়িত ॥ হানিফ

প্রকাশিত: ০৮:১৯, ২৩ আগস্ট ২০১৬

জাতির পিতা হত্যায় মোশতাক যেভাবে জড়িত, জিয়াও সেভাবে জড়িত ॥ হানিফ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, জাতির পিতা হত্যাকা-ের সঙ্গে মীরজাফর খন্দকার মোশতাক যেভাবে জড়িত, জিয়াউর রহমানও সেভাবেই জড়িত ছিলেন। বঙ্গবন্ধুকে হত্যার সঙ্গে পরিকল্পনাকারী হিসেবে জিয়াউর রহমান সরাসরি জড়িত ছিলেন। এর অসংখ্য প্রমাণ আমাদের কাছে আছে। সোমবার বিকেলে মহানগর নাট্যমঞ্চে জাতীয় শ্রমিক লীগের আলোচনা সভায় হানিফ আরও বলেন, বঙ্গবন্ধু হত্যাকা-ে সরাসরি অংশগ্রহণকারীদের বিচার করা সম্ভব হলেও দেশী-বিদেশী চক্রান্তকারীদের বিচার করা সম্ভব হয়নি। বঙ্গবন্ধু হত্যাকা-ের ওপর একটি তদন্ত কমিশন গঠন করা হলে এ হত্যাকা-ের প্রকৃত রহস্য যেমন বেরিয়ে আসবে, তেমনি প্রকৃত হত্যাকারীদের মুখোশও উন্মোচিত হবে। জাতির জনকের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শুক্কুর মাহমুদ। আলোচনায় অংশ নেন কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছি, হাবিবুর রহমান সিরাজ, এস এম কামাল হোসেন, আবদুস সালাম খান, ফজলুল হক মন্টু, এ্যাডভোকেট হুমায়ুন কবির, হাবিবুর রহমান আকন্দ, আমিনুল ইসলাম ফারুক ও মোল্লা আবুল কালাম আজাদ প্রমুখ। ২১ আগস্টের হামলা নিয়ে বিএনপির মহাসচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় হানিফ বলেন, ২১ আগস্টের ঘটনা ইতিহাসের কলঙ্ক বলেন আপনি, কিন্তু তখন আপনি কোথায় ছিলেন?’ এই নারকীয় হত্যাকা-ের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল পল্টন থানায় গিয়েছিলেন মামলা করতে, কিন্তু সেদিন ৩ ঘণ্টা বসিয়ে রেখে প্রতিনিধি দলকে বলা হয়েছিল উপরের নির্দেশ নেই। সংসদের বিরোধী দলীয় নেতার ওপর হামলার ঘটনায় সংসদে নিন্দা প্রস্তাব আনতে দেয়নি, আলোচনা করতে দেয়নি বিএনপি। মির্জা ফখরুলকে উদ্দেশে তিনি বলেন, ‘আপনার নেত্রী বলেছিলেন ওই গ্রেনেড শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে নিয়ে এসেছিল! সেদিন আপনি কোথায় ছিলেন? যেদিন এই হত্যাকা- ঘটেছিল সেদিন আপনি কোথায় ছিলেন? এতদিন পর কলঙ্ক বলতে আপনার লজ্জা করে না, কি করে আপনি সেই নেত্রীর সঙ্গে এখনও রাজনীতি করেন? লজ্জাটা আপনার কোথায়?’ হানিফ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা খুনী ছিলেন, এটা শুনতে তাদের (বিএনপি) কষ্ট লাগে। আসলে এই দলটিই হচ্ছে খুনীর দল। জিয়া বঙ্গবন্ধুকে খুন করেছে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে। তারপর খালেদা ক্ষমতায় এসে হাজার হাজার মানুষ মেরেছে। কিছু দিন আগে তত্ত্বাবধায়ক সরকার দাবির নামে শত শত মানুষ পুড়িয়ে মেরেছে। আর তাঁর ছেলে তারেক হাওয়া ভবনে বসে ২১ আগস্ট হত্যাকা- পরিচালনা করেছিল।
×