ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিল্পী আতিক হাসপাতালে

প্রকাশিত: ০৬:৩৪, ২৩ আগস্ট ২০১৬

শিল্পী আতিক হাসপাতালে

স্টাফ রিপোর্টার ॥ ফুসফুসের সংক্রমণ নিয়ে রবিবার সকালে আশুলিয়ার ইস্ট ওয়েস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ক্লোজআপ ওয়ানখ্যাত সঙ্গীতশিল্পী আতিক। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি ফুসফুসের সংক্রমণে ভুগছেন। তবে ওষুধের মাধ্যমেই তার রোগমুক্তি হতে পারে বলে আশার কথা শুনিয়েছেন চিকিৎসকরা। শিল্পী আতিকের স্ত্রী আসমাউল হোসনা আঁখি জানান, দুই দিন ধরে পেটে ব্যথা অনুভব করছিলেন আতিক। এর মধ্যেই আরটিভির সরাসরি সম্প্রচারিত সঙ্গীতানুষ্ঠান এবং বাংলাভিশনের ধারণকৃত অনুষ্ঠানে অংশ নেয়াসহ প্রাত্যহিক অন্যান্য কাজ করেছেন। গত ১৯ আগস্ট বিকেলে একটু বেশি খারাপ বোধ করলে বাসায় ফিরে আসেন আতিক। পরে অবস্থার আরও অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। প্রসঙ্গত, ২০০৮ সালের ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পান কণ্ঠশিল্পী আতিক। প্রতিযোগিতায় অংশ নেয়ার আগে আশুলিয়ার একটি পোশাক তৈরির প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি। সেখান থেকেই প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা চারে চলে আসেন। প্রতিযোগিতা শেষে আতিক আবার আগের কর্মস্থলে যান। কাজের পাশাপাশি নিয়মিত মঞ্চে গান পরিবেশন করেন এই তরুণ শিল্পী। বাজারে তার একক এ্যালবাম আছে। গেয়েছেন বিভিন্ন মিশ্র এ্যালবামেও। এগুলোর বেশ কয়েকটি গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে।
×