ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শিল্পকলায় নাট্যপুরাণের ‘অমাবস্যা’ কাল

প্রকাশিত: ০৬:৩৩, ২৩ আগস্ট ২০১৬

শিল্পকলায় নাট্যপুরাণের ‘অমাবস্যা’ কাল

স্টাফ রিপোর্টার ॥ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ জানাতে নাট্যপুরাণ মঞ্চে আনে নাটক ‘অমাবস্যা’। ইতোমধ্যে দর্শকপ্রিয়তার পাশাপাশি আলোচনায় এসেছে নাটকটি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আগামীকাল বুধবার সন্ধ্যা ৭টায় নাটকটির ২১তম মঞ্চায়ন। নাট্যপুরাণ প্রযোজিত এ নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন প্রবীর দত্ত। এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় শিল্পীরা হলেন- ঐন্দ্রিলা হাসান, সারা অরণী, ইলোরা, হিমি, নিশি, নূর-ই-আলম সুমন, তুষার রায়, কাজী জিলানী, সারওয়ার হোসেন, শামীম আহমেদ, বিপ্লব, মেহেরাব, শুভ, শাকিল, রিয়াজ, নয়ন, অমিত আচার্য্য হিমেল, শংকর সরকার ও খন্দকার হুমায়ুন। ‘অমাবস্যা’ নাটক প্রসঙ্গে নাট্যকার ও নির্দেশক প্রবীর দত্ত জানান, সাম্প্রদায়িকতার বিষবাষ্পে আমরা আজ জর্জরিত। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদের নাটক ‘অমাবস্যা’, যার মূল দর্শন প্রেমের স্বরূপে চেনা যায় স্রষ্টাকে। ছন্দের সঙ্গে তাল ও সুরের মায়া মিশ্রিত অপার্থিব আবহে নির্মিত নাটকটিতে দেখা যায়, বৃন্দাসাঁই গ্রামে কুড়িয়ে পাওয়া নবজাতক কন্যাশিশু মালতীকে লালন করে বড় করে তোলে নিঃসন্তান কানাই লাল দম্পতি। বাণিজ্যের সন্ধানে আসা ভিনদেশী যুবক সেলিমের সঙ্গে হৃদয়ের বন্ধনে আবদ্ধ হয় মালতী। দু’জনের সম্পর্কের মাঝে প্রাচীর হয়ে দাঁড়ায় সমাজ ও ধর্ম। লোকলজ্জা ও কলঙ্কের ভয়ে মালতীকে অন্যত্র বিয়ে দেয়া হয়। কিন্তু আত্মার সঙ্গে আত্মার বন্ধন কেউ পারে না ছিন্ন করতে। প্রশ্নবিদ্ধ হয় মানব সমাজের সামাজিকতার কূটকৌশল। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনী।
×