ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাফোনের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা

প্রকাশিত: ০৫:৪৭, ২৩ আগস্ট ২০১৬

বাংলাফোনের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা

স্টাফ রিপোর্টার ॥ লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়া ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠান বাংলাফোন লিমিটেডের অপটিক্যাল ফাইবার সেবা প্রদান ও গ্রহণকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। সোমবার বিটিআরসি’র লিগ্যাল এ্যান্ড লাইসেন্সিং বিভাগের পরিচালক (লাইসেন্সিং) এম এ তালেব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাফোনের অনুকূলে ইস্যুকৃত পারমিটের মেয়াদ ২০১৫ সালের ২২ এপ্রিল উত্তীর্ণ হয়েছে। এরপর বাংলাফোন লাইসেন্স নবায়ন করেনি। তাছাড়া বাংলাফোনের কোন ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) লাইসেন্স নেই। তারা কোনভাবেই ইন্টারনেট সেবা দিতে পারে না। বাংলাফোন এতদিন অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছে। বিটিআরসির আইন অনুযায়ী এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বাংলাফোন লিমিটেড থেকে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক সেবা প্রদানকারী সব প্রতিষ্ঠানকে এনটিটিএন সংশ্লিষ্ট লাইসেন্স, গাইডলাইনের শর্ত অনুযায়ী কমিশন থেকে লাইসেন্সপ্রাপ্ত এনটিটিএন প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অনতিবিলম্বে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক ট্রান্সমিশন এবং সংশ্লিষ্ট অন্যান্য সেবা গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হলো। অন্যথায় অবৈধভাবে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে এনটিটিএন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বাংলাফোন এবং উক্ত প্রতিষ্ঠান থেকে বর্ণিত অবৈধ অপটিক্যাল ফাইবার সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১-এর বিধান অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র জানিয়েছে, বাংলাফোন বিটিআরসির কাছে তথ্য গোপন করে দীর্ঘদিন ধরে এনটিটিএন সেবা দিয়ে আসছে। এই দীর্ঘ সময় বাংলাফোন ডাক ও টেলিযোগাযোগ ও বিটিআরসিকে ভুল তথ্য দিয়েছে। তাদের লাইসেন্সের অংশীদার হিসেবে নিটল মটর্স ও টেকনোহেভেনের নাম ব্যবহার করা হয়।
×