ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টেন্ডুলকরের হাত থেকে বিএমডব্লিউর চাবি পাচ্ছেন সিন্ধু

প্রকাশিত: ০৫:৪৫, ২৩ আগস্ট ২০১৬

টেন্ডুলকরের হাত থেকে বিএমডব্লিউর চাবি পাচ্ছেন সিন্ধু

স্পোর্টস রিপোর্টার ॥ রিও অলিম্পিকে রৌপ্যপদক বিজয়ী তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধুর হাতে বিএমডব্লিউ গাড়ির চাবি তুলে দেবেন ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকর। হায়দরাবাদী এই তারকা শাটলার এবারের রিও অলিম্পিকে একমাত্র ভারতীয় খেলোয়াড় হিসেবে রৌপ্যপদক জয়ের কৃতিত্ব দেখিয়েছেন। টেন্ডুলকরের ঘনিষ্ঠ বন্ধু ও হায়দরাবাদ ব্যাডমিন্টন এ্যাসোসিয়েশনের সভাপতি ভি চামুনডেসারানাথ রৌপ্য জয়ী সিন্ধুকে বিএমডব্লিউ গাড়ি দেয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে সেটি তিনি টেন্ডুলকরের মাধ্যমে সিন্ধুর হাতে তুলে দেয়ার ইচ্ছা প্রকাশ করেন। চার বছর আগে লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী আরেক তারকা শাটলার সাইনা নেহওয়ালের হাতেও বিমএমডব্লিউর চাবি তুলে দিয়েছিলেন টেন্ডুলকর। এছাড়া ২০১২ সালে এশিয়ান অনুর্ধ ১৯ যুব চ্যাম্পিয়নশিপের সিঙ্গেলসের শিরোপা জেতার পরে সিন্ধুর হাতে মারুতি সুইফটের চাবি তুলে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের লিটল মাস্টার। চতুর্থ টেস্ট ড্র স্পোর্টস রিপোর্টার ॥ বৃষ্টির দাপটে শেষ পর্যন্ত ড্র হয়েছে ওয়েস্ট ইন্ডিজ-ভারত চতুর্থ ও শেষ টেস্ট। পোর্ট অব স্পেনে খেলা হয়েছে ২২ ওভার, সেটি সেই প্রথম দিনে, উইন্ডিজ করে ৬২/২Ñ ওই পর্যন্তই। বৃষ্টিতে আর খেলা মাঠে গড়ায়নি। সোমবার পঞ্চম দিন সকালে ড্র মেনে নেয় দু-দল। আগেই ২-০তে সিরিজ নিশ্চিত করে বিরাট কোহলির দল। অবশ্য এই ড্রয়ে পাকিস্তানকে জায়গা ছেড়ে দিয়ে টেস্টের দুইয়ে নেমে যাবে ভারত। আইসিসি র‌্যাঙ্কিং চালু হওয়ার পর পাকিরা এই প্রথম এক নম্বরে উঠতে যাচ্ছে। সম্প্রতি ইংল্যান্ড সফরে চার টেস্টের সিরিজ ২-২এ ড্র করে মিসবাহ-উল হকের দল। গাইবান্ধায় সাঁতার স্পোর্টস রিপোর্টার ॥ ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ শীর্ষক দেশব্যাপী প্রতিযোগিতার জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতার বাছাইপর্ব গাইবান্ধার পৌর পার্কের পুকুরে সোমবার সম্পন্ন হয়। জেলা প্রশাসক আব্দুস সামাদ প্রতিযোগিতার উদ্বোধন করেন। ৪ গ্রুপে দেড় শ’ ছেলেমেয়ে এ প্রতিযোগিতায় অংশ নেয়। উপজেলা থেকে জেলা এবং জেলা পর্যায়ের প্রতিযোগিতার মাধ্যমে ১০ থেকে ২০ সাঁতারু নির্বাচিত করা হবে।
×