ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এএফসি অ-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপ;###; বাছাইপর্ব

নিজেদের ফেবারিট ভাবছে স্বাগতিক বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৪৫, ২৩ আগস্ট ২০১৬

 নিজেদের ফেবারিট ভাবছে স্বাগতিক বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ ২১ ডিসেম্বর, ২০১৫। নেপাল থেকে বাংলাদেশ বালিকা জাতীয় দল ফিরেছিল ‘এফসি অনুর্ধ ১৪ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে। ৩ মে, ২০১৬। তাজিকিস্তান থেকে বাংলাদেশের একই দল ফিরল একই আসরের শিরোপা জিতে। ৫ সেপ্টেম্বর, ২০১৬। তৃতীয় তারিখটিও কি সাফল্যে মোড়া থাকবে? আগামী ২৭ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘এএফসি অনুর্ধ-১৬ ওমেন্স চ্যাম্পিয়নশিপ কোয়ালিফায়ার্স’ ‘সি’ গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে (এই গ্রুপ থেকে শীর্ষ দলটি যাবে মূলপর্বে)। এতে অংশ নেবে স্বাগতিক বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, চাইনিজ তাইপে, ইরান ও কিরগিজস্তান অনুর্ধ ১৬ জাতীয় ফুটবল দল। বাংলাদেশের ম্যাচগুলো হচ্ছেÑ ইরান (২৭ আগস্ট), সিঙ্গাপুর (২৯ আগস্ট), কিরগিজস্তান (৩০ আগস্ট), চাইনিজ তাইপে (৩ সেপ্টেম্বর) এবং আরব আমিরাত (৫ সেপ্টেম্বর)। শেষের ম্যাচটি অনুষ্ঠিত হবে বেলা ১১টায়। আর বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায়। প্রতি ম্যাচই বিটিভিতে সরাসরি সম্প্রচারিত হবে। এ উপলক্ষে সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে বাংলাদেশ দলের ২৩ জনের (ট্রায়াল শুরু হয় ৪৩ জনকে নিয়ে) চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেন দলের কোচ গোলাম রব্বানী ছোটন। তিনি জানান, ‘র‌্যাঙ্কিংয়ে বাকি সব দলই আমাদের চেয়ে এগিয়ে ঠিকই। কিন্তু গত বছরের সাফল্যের আলোকে বলতে পারি আমরা এবার খারাপ করব না। বলতে পারেন আমরাই অন্যতম ফেবারিট। মূল প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করছি ইরান এবং চাইনিজ তাইপেকে।’ গত আড়াই মাস ধরে ছোটনের অধীনে অনুশীলন করছে মেয়েরা। এ পর্যন্ত তিন প্রস্তুতি ম্যাচ খেলে সবই জিতেছে তারা যথাক্রমে ৯-১, ৬-১ ও ৬-০ গোলে। প্রতিপক্ষ দলটি ছিল বাছাই করা একটি দল, যে দলে জাতীয় বা সিনিয়র দলের একাধিক ফুটবলার ছিলেন। ছোটনের চূড়ান্ত দলে আছে নেপাল সফরের ৭ এবং তাজিকিস্তান সফরে যাওয়া ১২ ফুটবলার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, বাফুফে সদস্য ও মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, অ-১৬ মহিলা দলের হেড অব ডেলিগেশন্স মাহফুজা নজরুল, দলের ম্যানেজার নাসরিন আক্তার বেবী, সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু, ওয়ালটন গ্রুপের হেড অব ডিপার্টমেন্ট এফএম ইকবাল বিন আনোয়ার, ডাঃ সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতলের প্রতিনিধি গোলাম সারোয়ার বাবু। বাংলাদেশ মহিলা অ-১৬ ফুটবল দল ॥ তাসলিমা, মাহমুদা, রোকসানা, শিউলী, শামসুন নাহার, নার্গিস, মাসুরা, মনিকা, সানজিদা, মৌসুমী, স্বপ্না, আনুচিং, মারজিয়া, কৃষ্ণা (অধিনায়ক), নীলা, রতœা, মারিয়া (সহ-অধি.), আনাই, রুমা, আঁখি, তহুরা, সুলতানা ও নাজমা।
×