ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দুই মাসের জন্য জাতীয় ফুটবল দলের কোচ সেইন্টফিট

প্রকাশিত: ০৫:৪৪, ২৩ আগস্ট ২০১৬

দুই মাসের জন্য জাতীয় ফুটবল  দলের কোচ সেইন্টফিট

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য বেলজিক কোচ টম সেইন্টফিটকে দুই মাসের জন্য নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাছাড়া টেকনিক্যাল এবং স্ট্র্যাটেজিক ডিরেক্টর হিসেবে পল টমাস স্মলির সঙ্গে দুই বছরের জন্য চুক্তি স্বাক্ষর করেছে বাফুফে। সোমবার এক সংবাদ সম্মেলনে চুক্তির কথা জানায় বাফুফে। সেইন্টফিটকে প্রায় একমাস আগেই জাতীয় দলের সঙ্গে কাজ করতে ঢাকায় এনেছিল বাফুফে। কিন্তু বিভিন্ন কারণে একমাস পর দু’পক্ষের চুক্তি হয়। আপাতত শুধু ভুটানের বিপক্ষে দুই ম্যাচের দায়িত্বেই থাকছেন সেইন্টফিট। যদিও চুক্তি হয়েছে আরও দু’দিন আগেই। সোমবার সংবাদ সম্মেলনে শুধু আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হয় বিষয়টি। আগামী ৬ সেপ্টেম্বর ভুটানের সঙ্গে ঢাকাতে এবং ১০ অক্টোবরে ভুটানে খেলা আছে বাংলাদেশের (এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের প্লে অফ পর্ব)। এর আগে আগামী ১ সেপ্টেম্বর মালদ্বীপে গিয়ে সেদেশের জাতীয় দলের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল। সেইন্টফিটের সঙ্গে এই ম্যাচগুলোর জন্যই বাফুফে দুই মাসের চুক্তি করেছে। সেইন্টফিটের সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে জাকারিয়া বাবুকে। সেইন্টফিট বলেন, ‘১৯৮০ সালে বাংলাদেশ এশিয়ান কাপের মূলপর্বে খেলেছিল। আমি বাংলাদেশকে আবারও সেই পূর্বের অবস্থানে নিয়ে যেতে চাই।’ তিনি আরও জানান, ‘মালদ্বীপে ফ্রেন্ডলি ম্যাচের পর চূড়ান্ত ২৩ জনের স্কোয়াড ঘোষণা করব। বাংলাদেশ-ভুটান হোম ম্যাচের পর আরও দুই-তিন জন পরিবর্তন করে দল হতে পারে।’
×