ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তাজিকিস্তানের প্রথম

প্রকাশিত: ০৫:৪৪, ২৩ আগস্ট ২০১৬

তাজিকিস্তানের প্রথম

স্পোর্টস রিপোর্টার ॥ ২৫ বছর আগে সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন-সার্বভৌম দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে ঠাঁই করে নিয়েছে তাজিকিস্তান। তবে ১৯৯৬ সাল থেকে সবমিলিয়ে গত ৫ অলিম্পিকে অংশ নিয়েও কোন পদকই জিততে পারেনি দেশটি। কিন্তু ইতিহাস পাল্টে দিলেন পুরুষ হ্যামার থ্রোয়ার (হাতুড়ি নিক্ষেপ) দিলশদ নাজারোভ। দেশকে প্রথম পদক হিসেবে এই ইভেন্টে তিনি উপহার দিয়েছেন স্বর্ণ। পুরুষদের ৫০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় স্বর্ণ জিতেছেন সেøাভাকিয়ার মাতেজ টোথ এবং মেয়েদের পোল ভল্টে সোনা জিতেছেন গ্রীসের একাতেরিনি স্টেফানিডি। গত অলিম্পিকে মেয়েদের পোল ভল্টে স্বর্ণ জিতেছিলেন যুক্তরাষ্ট্রের জেন শুর। এবারও তিনিই ছিলেন ফেবারিট।
×