ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অথচ সুই দেখলে ভয় পেতেন মুস্তাফিজ!

প্রকাশিত: ০৫:৪৪, ২৩ আগস্ট ২০১৬

অথচ সুই দেখলে ভয় পেতেন মুস্তাফিজ!

স্পোর্টস রিপোর্টার ॥ ‘অপয়া’ ইংল্যান্ড থেকে সোমবার দেশে ফিরেছেন বাংলাদেশী তারকা পেসার মুস্তাফিজুর রহমান। গিয়েছিলেন স্বপ্নের কাউন্টি খেলতে, সাসেক্সের হয়ে অভিষেকটা ছিল স্বপ্নের চেয়ে সুন্দর। টি২০ ব্লাস্টে জীবনের প্রথম ম্যাচেই ৪ উইকেট নিয়ে পকেটে ম্যাচসেরার পুরস্কার! কিন্তু দুর্ভাগ্য পরের ম্যাচেই ইনজুরির থাবা। সেই ইংল্যান্ডেই মাঠ ছেড়ে যেতে হয় ডাক্তারের ছুরির নিচে। অথচ ছোটবেলা থেকে ইনজেকশন দেখলে ভয় পান তিনি! বিমানবন্দরে ব্যান্ডেজে বাঁধা হাত গলায় ঝোলানো মুস্তাফিজ বলেন, ‘আমার ইনজেশন নেয়ার অভ্যাস নেই, সেজন্য হয়ত সুই দেখলে ভয় লাগে। প্রথমে এই ভয়টা জয় করতে হয়েছে। দেশবাসীর দোয়া ছিল তাই অস্ত্রোপচার শেষে ফিরে এসেছি। এখন সুস্থ হতে সবার দোয়া চাই।’ ইংল্যান্ড কেন মুস্তাফিজের জন্য অপয়া? ‘এ নিয়ে দুইবার ওখানে গিয়ে দুইবারই ইনজুরিতে পড়লাম। অনুর্ধ ১৯ দলের হয়ে প্রথম যখন গিয়েছিলাম, তখনও চোটে পড়েছিলাম।’ বলেন তিনি। ইংলিশ কাউন্টিতে সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্ট ও রয়্যাল লন্ডন কাপ ওয়ানডে খেলতে গত ২০ জুলাই ইংল্যান্ডে যান আলোচিত টাইগার পেসার। নিজের দ্বিতীয় (টি২০) ম্যাচেই বাঁ কাঁধে চোট পান। ১২ আগস্ট লন্ডনের বুপা ক্রময়েল হাসপাতালে বিশিষ্ট শল্যবিদ ওয়ালেসের অধীনে সফল অস্ত্রোপচার হয়। মাঠে ফিরতে অন্তত চার-ছয় মাস সময় লাগতে পরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরীর তত্ত্ববধানে পুনর্বাসন-প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন মুস্তাফিজ নিজেই, ‘অস্ত্রোপচারের পর ডাক্তার কাজ বুঝিয়ে দিয়েছেন। দেবাশীষদাকেও বুঝয়ে দিয়েছেন, এখন কিভাবে কি করতে হবে। চার সপ্তাহ পর থেকে আমার কাজটা বাড়তে থাকবে।’
×