ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রের টানা তিন

প্রকাশিত: ০৫:৪৩, ২৩ আগস্ট ২০১৬

যুক্তরাষ্ট্রের টানা তিন

স্পোর্টস রিপোর্টার ॥ বাস্কেটবলের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। রিও অলিম্পিকের শেষ দিনে সার্বিয়াকে পরাজিত করে টানা তিন আসরের স্বর্ণপদক জয়ের রেকর্ড গড়ল তারা। সেই সঙ্গে রিও অলিম্পিকের শেষ সোনাটাও নিজেদের করে নিল যুক্তরাষ্ট্রের বাস্কেটবল দল। স্বর্ণপদক জয়ের লড়াইয়ে এদিন মার্কিন যুক্তরাষ্ট্র ৯৬-৬৬ ব্যবধানে হারায় শক্তিশালী সার্বিয়াকে। এর আগে মেয়েদের বাস্কেটবলের স্বর্ণপদকও নিজেদের করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, অলিম্পিকে এটা তাদের টানা ষষ্ঠ অলিম্পিকের স্বর্ণ জয়। আর পুরুষ বাস্কেটবলে ব্রোঞ্জ জিতেছে স্পেন। বাস্কেটবলের স্প্যানিশ দল ৮৯-৮৮ ব্যবধানে অস্ট্রেলিয়াকে পরাজিত করে ব্রোঞ্জপদক জিতে। এদিকে রিও অলিম্পিকের শেষ দিনে বিশ্বকে চমকে দিল ডেনমার্ক। দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে পরাজিত করে রিও অলিম্পিকের পুরুষ হ্যান্ডবলে স্বর্ণ জয়ের কৃতিত্ব দেখিয়েছে তারা। গেমসের শেষ দিনে আকর্ষণীয় এই ইভেন্টের ফাইনালে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর ডেনমার্ক ২৮-২৬ ব্যবধানে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে প্রথম স্থান লাভ করে। অলিম্পিকের হ্যান্ডবলের ইতিহাসে গত আট বছরের মধ্যে এটাই সবচেয়ে বড় অঘটন। এর আগে ফ্রান্স অলিম্পিকে দুটি স্বর্ণ ছাড়াও তিনটি বিশ্ব শিরোপা ও দুটি ইউরোপিয়ান শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল। অন্যদিকে ১৯৮৪ সালে অলিম্পিকে ডেনমার্ক চতুর্থ স্থান লাভ করেছিল যা রিও অলিম্পিকের পূর্ব পর্যন্ত তাদের সেরা অর্জন। ডেনমার্কের এই জয়ের পেছনে ২০১১ ও ২০১৫ সালের বর্ষসেরা খেলোয়াড় মিকেল হানসেনের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবারের আসরের সেরা এই খেলোয়াড় ফাইনাল শেষে বলেছেন, ‘এই দলের প্রতি খেলোয়াড়ের জন্য আমি দারুণ গর্বিত। প্রথম মিনিট থেকেই প্রত্যেকটি খেলোয়াড় নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করেছে এবং সেটাই ফলাফলে দেখা গেছে। এখানে আসার আগে আমার পরিবারের কাছে বাবাই রেকর্ড সৃষ্টি করে রেখেছিলেন। ১৯৮৪ সালে চতুর্থ স্থান পাওয়া দলটিতে বাবা খেলেছেন। কিন্তু এবার আমি তাকে পদক উপহার দিলাম।’
×