ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শুঁয়োপোকাসদৃশ রোবট

প্রকাশিত: ০৫:৩৩, ২৩ আগস্ট ২০১৬

শুঁয়োপোকাসদৃশ রোবট

পোলান্ডের ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী এমন এক ধরনের ক্ষুদ্র রোবট তৈরি করেছেন যেটি আমাদের দেশের শুঁয়োপোকার মতো শব্দ করতে পারে। এটি দেখতেও অবিকল শুঁয়োপোকার মতোই। রোবটটি তৈরিতে ইতালির ফ্লোরেন্সের এলইএনএস ইনস্টিটিউট কারিগরি সহায়তা দিয়েছে। এই রোবটটির শব্দের মাত্রা ঠিক শুঁয়োপোকার মতোই ধীর ও সুরেলা। নতুন এই রোবটটির চলতে কোন বৈদ্যুতিক চার্জের দরকার হয় না। সূর্যের আলো থেকে এটি শক্তি গ্রহণ করে। এই রোবটটিও শুঁয়োপোকার মতোই বুকে ভর দিয়ে চলে। আবার এটি কোন উঁচু জায়গাতেও উঠতে পারে। ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের গবেষকরা এটি তৈরিতে এক ধরনের নমনীয় স্ফটিক তরল পদার্থ ব্যবহার করেছেন। মাত্র ১৫ মিলিমিটার দৈর্ঘের এ রোবটটি সামান্য ভার বহন করতেও সক্ষম। এই গবেষক দলের প্রধান পিতর ওয়ালসসিজক বলেন, প্রকৃতিতে বসবাসরত কীটপতঙ্গের সঙ্গে মিল রেখে রোবট তৈরির গবেষণা নতুন নয়। আমরা চেয়েছিলাম এমন এক রোবট তৈরি করতে যেটি হবে রোবট প্রযুক্তিতে একটি নয়া মাইলফলক। এই রোবট ঠিক কি কাজে আসবে? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিশেষ করে যারা সাঁতারু ও বৈমানিক তারা এই রোবট কাছে রাখতে পারে। ফলে এদের অবস্থান নির্ণয় করা সহজ হবে। আবার প্রাকৃতিক দুর্যোগপূর্ণ কোন এলাকায় এটি ছেড়ে দিলে এটি ওই এলাকার পরিস্থিতির সংকেত পাঠাতে পারবে।-রোবো ডেইলি ডটকম অবলম্বনে।
×