ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কীর্তনখোলা তীরের ২১১ অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ

প্রকাশিত: ০৫:২৪, ২৩ আগস্ট ২০১৬

কীর্তনখোলা তীরের ২১১ অবৈধ স্থাপনা অপসারণের  নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ বরিশালের কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত ২১১ অবৈধ স্থাপনা অপসারণ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মোবাইল ফোন অপারেটর প্যাসিফিক টেলিকম বাংলাদেশ লিমিটেড সিটিসেলের কার্যক্রমে বিটিআরসিকে হস্তক্ষেপ না করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালতের আদেশে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তাদের স্বাভাবিক কার্যক্রম চালাতে পারবে সিটিসেল। নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সমন্বয়ক সাবেক এক নৌ-কমান্ডারের ছেলে ফিদা মুনতাসির সাকেরের জামিন তিন মাসের জন্য স্থগিত করেছে আপীল বিভাগ। আশিয়ান সিটি প্রকল্পের বৈধতা দিয়ে হাইকোর্টের রায় স্থগিত করে ঢাকার বেরাইদ, বরুয়া উত্তরখান ও দক্ষিণখান এবং বাথুয়ায় অবস্থিত আশিয়ান সিটি প্রকল্পের সকল কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছে আপীল বিভাগ। সংসদে না গিয়েও সরকারকে কর বাড়ানো-কমানোর ক্ষমতা দেয়া হয়েছে- এমন একটি আইনের ধারা নিয়ে রুল দিয়েছে হাইকোর্ট। একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দায়ের করা মামলার তদন্ত তিন মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ আদেশগুলো প্রদান করেছে। কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত ২১১ অবৈধ স্থাপনা অপসারণ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী দুই মাসের মধ্যে নদীতীরের এসব স্থাপনা অপসারণ করে আগামী ১৩ নবেম্বর প্রতিবেদন দাখিল করার জন্য ডিসিকে নির্দেশ দিয়েছে আদালত। ২১১ স্থাপনার বিষয়ে বরিশাল জেলা প্রশাসকের দেয়া প্রতিবেদনের পর সোমবার এ আদেশ দেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন এ্যাডভোকেট মনজিল মোরশেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী এ্যাটর্নি জেনারেল পূরবী রানী শর্মা। সিটিসেল সময় পেল ॥ মোবাইল ফোন অপারেটর প্যাসিফিক টেলিকম বাংলাদেশ লিমিটেড সিটিসেলের কার্যক্রমে বিটিআরসিকে হস্তক্ষেপ না করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালতের আদেশে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তাদের স্বাভাবিক কার্যক্রম চালাতে পারবে সিটিসেল। বারবার তাগাদা দেয়ার পরও পৌনে পাঁচ শ’ কোটি টাকা বকেয়া শোধ করতে না পারায় সিটিসেলের তরঙ্গ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে গত ১৭ আগস্ট সিটিসেলকে নোটিস দিয়েছিল টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। জবাব দেয়ার জন্য এক মাস সময় দেয়া হয়েছিল নোটিসে। সে পর্যন্ত সিটিসেলকে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ দিতে বলেছে হাইকোর্ট। সোমবার সিটিসেল কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের একক বেঞ্চ নির্দেশনা দিয়ে এ আদেশ দেন। আদালতে সিটিসেলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। আদালতে চায়না ডেভেলপমেন্ট ব্যাংকের পক্ষে শুনানি করেন আইনজীবী তানজিব-উল-আলম। বিটিআরসির পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার রেজা-ই রাকিব। সিটিসেলের কার্যক্রম কেন বন্ধ করা হবে না এক মাসের মধ্যে তা জানাতে গত ১৭ আগস্ট মোবাইল অপারেটরটিকে কারণ দর্শানোর নোটিস দেয় বিটিআরসি। সে অনুযায়ী আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে সিটিসেলকে নোটিসের জবাব দিতে হবে। এর আগে বিটিআরসি ২৩ আগস্ট পর্যন্ত সিটিসেল গ্রাহকদের বিকল্প সেবা গ্রহণের চূড়ান্ত সময়সীমা বেঁধে দেয়। ২৩ আগস্ট রাত ১২টা ১ মিনিটে সিটিসেল বন্ধ হয়ে যাবে বলেও বিটিআরসির ঘোষণায় বলা হয়। জামিন বাতিল ॥ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সমন্বয়ক সাবেক এক নৌ-কমান্ডারের ছেলে ফিদা মুনতাসির সাকেরের জামিন তিন মাসের জন্য স্থগিত করেছে আপীল বিভাগ। এ সময়ের মধ্যে দুই মামলায় পুলিশের প্রতিবেদন দেয়ারও নির্দেশ দিয়েছে আদালত। হাইকোর্টে সাকেরের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপীলের এক আবেদনের শুনানি নিয়ে সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে গঠিত আপীল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে শুনানি করেন অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মোঃ মোমতাজ উদ্দিন ফকির। রায় স্থগিত ॥ আশিয়ান সিটি প্রকল্পের বৈধতা দিয়ে হাইকোর্টের রায় স্থগিত করে ঢাকার বেরাইদ, বরুয়া উত্তরখান ও দক্ষিণখান এবং বাথুয়ায় অবস্থিত আশিয়ান সিটি প্রকল্পের সকল কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছে আপীল বিভাগ। এর ফলে আশিয়ান সিটির এ প্রকল্পের জমি ভরাট, প্লট বিক্রি, বিজ্ঞাপন প্রদান এবং অর্থ লেনদেন বন্ধ থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা। এক আবেদনের শুনানি করে সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপীল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল এবং সৈয়দা রিজওয়ানা হাসান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং মুরাদ রেজা। আশিয়ান সিটির পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। হাইকোর্টের রুল ॥ সংসদে না গিয়েও সরকারকে কর বাড়ানো-কমানোর ক্ষমতা দেয়া হয়েছেÑ এমন একটি আইনের ধারা নিয়ে রুল দিয়েছে হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি জেএন দেব চৌধুরীর বেঞ্চ এ রুল দেন। ১৯৭৬ সালের ভূমি উন্নয়ন কর অধ্যাদেশের ৩(১এ) ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বিবেচনায় বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। আইন সচিব, ভূমি সচিব, অর্থ সচিব ও বরিশালের জেলা প্রশাসককে এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে। তদন্ত শেষ করার নির্দেশ ॥ একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দায়ের করা মামলার তদন্ত তিন মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই সঙ্গে বেঁধে দেয়া সময়ের মধ্যে মামলার তদন্ত শেষ না হলে আব্দুস সালামের জামিন দেয়ার বিষয়টি বিবেচনার জন্য বিচারিক আদালতকেও নির্দেশ দিয়েছে আদালত। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে করা মামলায় আব্দুস সালামের জামিন আবেদন শুনানি শেষে সোমবার হাইকোর্টের বিচারপতি মোঃ এমদাদুল হক ও বিচারপতি মোঃ ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে এদিন সালামের পক্ষে ছিলেন এ্যাডভোকেট মহসীন হোসাইন ফরাজী। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সহকারী এ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী টিকু।
×