ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চার নারী জঙ্গী প্রশিক্ষকসহ রিমান্ডে

প্রকাশিত: ০৫:২২, ২৩ আগস্ট ২০১৬

চার নারী জঙ্গী প্রশিক্ষকসহ রিমান্ডে

কোর্ট রিপোর্টার ॥ জঙ্গী সন্দেহে গ্রেফতার চার নারী এবং ফুয়াদ আল মাহাদি নামে এক জঙ্গী নেতাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট এমদাদুল হক শুনানি শেষে চার নারী জঙ্গীর চার দিন করে এবং মাহাদির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের চার নারী হলো- ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষানবিস চিকিৎসক ইসতিসনা আক্তার ঐশী, মানারাত বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি (সম্মান) বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী আকলিমা রহমান মনি, একই বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ছাত্রী ইশরাত জাহান মৌসুমি ওরফে মৌ এবং খাদিজা পারভিন মেঘলা। মিরপুর থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গত ১৭ আগস্ট চার নারীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। রিমান্ড শেষ হওয়ার পর তাদের আরও ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অন্যদিকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় মাহাদিরও ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। গত ২১ জুলাই র‌্যাব মাহাদিকে গ্রেফতার করে। মাহাদির দাবি, রোজার মাসে আকলিমা রহমান সংগঠনের জন্য তাকে ১২ হাজার টাকা চাঁদা তুলে দেন। ইসতিসনা জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটের চিকিৎসক সংগঠন স্বাচিপের সাবেক সভাপতি বিশ্বাস আক্তার হোসেনের মেয়ে। দলটির প্রধান আকলিমা রহমান মনি। আকলিমাই পরে ইসতিসনা আক্তার এবং মৌ এবং মেঘলাকে দলে ভেড়ায়। অভিযোগ রয়েছে, আসামিরা নিয়মিত আল কায়েদা ও আইএস নেতাদের বক্তব্য শুনতেন, বিভিন্ন সাইটে যেতেন এবং মানুষ খুন করার ভিডিও দেখতেন। সিরিয়া ও ইরাকে আইএস যা করছে, তা ঠিক করছে বলেও তারা প্রচার করতেন। আকলিমা রহমানের খোঁজ পাওয়া যায় জেএমবির দক্ষিণাঞ্চলের আমির মাহাদির কাছ থেকে। আকলিমা রহমানকে গত ১৫ আগস্ট গভীর রাতে গাজীপুরের সাইনবোর্ড এলাকার বাসা থেকে গ্রেফতার করা হয়। তার মুঠোফোন থেকে জঙ্গীবাদ ও জিহাদসম্পর্কিত বিভিন্ন তথ্য পাওয়া গেছে। মাহাদির কাছ থেকেই আকলিমা আইএস সম্পর্কে জানতে পারেন। আকলিমা গত বছরের শেষের দিকে ইশরাত জাহান ও খাদিজা পারভিনকে দাওয়াত দেন।
×