ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাবি প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু

প্রকাশিত: ০৫:২২, ২৩ আগস্ট ২০১৬

ঢাবি প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়েছে। এ বছর ১৪৫টি আসন বৃদ্ধি পেয়ে মোট আসন সংখ্যা হয়েছে ৬ হাজার ৮০০। এসব আসনের বিপরীতে আবেদনযোগ্য প্রার্থী রয়েছে ১৫ লাখ ১১ হাজার ৭৮ জন। সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ভর্তির আবেদন কার্যক্রমের উদ্বোধন করেন। উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ সেপ্টেম্বর (শুক্রবার), চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (লিখিত) ২৪ সেপ্টেম্বর (শনিবার), গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ সেপ্টেম্বর (শুক্রবার), ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ অক্টোবর (শুক্রবার), ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ অক্টোবর (শুক্রবার) এবং চ-ইউনিটের পরীক্ষা (অংকন) ১ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন ফরম পূরণ করা যাবে। এ বছর ব্যাংক সার্ভিস চার্জ ও অনলাইন সার্ভিস ফিসহ ভর্তি পরীক্ষার ফি তিন শ’ পঞ্চাশ টাকা নির্ধারিত হয়েছে। প্রবেশপত্র ডাইনলোড করা যাবে খ ও চ ইউনিট ১১ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত এবং ক, গ ও ঘ ইউনিট ১৫ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত। পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোন ইলেক্ট্রনিক ডিভাইস, যন্ত্র, ঘড়ি সম্পূর্ণ নিষিদ্ধ বলেও জানান তিনি। তিনি বলেন, এ বছর ছাত্র-ছাত্রীদের আবেদনের যোগ্যতা গতবারের মতোই রাখা হয়েছে। কিছু নতুন বিভাগ চালু হওয়ায় এবং কিছু বিভাগ ও ইনস্টিটিউটে আসন বৃদ্ধি করায় মোট আসনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে এই শিক্ষাবর্ষে নতুন দুটি বিভাগ জাপানিজ স্ট্যাডিজ বিভাগ ও চাইনিজ স্ট্যাডিজ বিভাগে অনার্স কোর্স চালু করা হয়েছে। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে তুলনায় এ বছর ১৪৫টি আসন বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি। ভর্তি জালিয়াতি রোধে পরীক্ষা চলাকালে মোবাইল কোর্ট পরিচালিত হবে বলেও তিনি জানান। বিস্তারিত তথ্য ওয়েব সাইটে (যঃঃঢ়://ধফসরংংরড়হ. বরং.ফঁ.ধপ.নফ) জানা যাবে। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে মোট আসন সংখ্যা ৬৮০০টি যার মধ্যে ক-ইউনিটে আসন সংখ্যা ১৬৮০ ও আবেদনযোগ্য প্রার্থীর সংখ্যা ১৩৬৬৬৬ অর্থাৎ প্রতিটি আসনের বিপরীতে প্রার্থীর সংখ্যা ৮১ জন। খ-ইউনিটে আসন সংখ্যা ২২৪১টি ও আবেদনযোগ্য প্রার্থীর সংখ্যা ২১৩৭৫৮ অর্থাৎ প্রতিটি আসনের বিপরীতে প্রার্থীর সংখ্যা ৯৭ জন। গ-ইউনিটে আসন সংখ্যা ১১৭০টি ও আবেদনযোগ্য প্রার্থীর সংখ্যা ১৬৯০৭০ অর্থাৎ প্রতিটি আসনের বিপরীতে প্রার্থীর সংখ্যা ১৪৫ জন। ঘ-ইউনিটে আসন সংখ্যা ১৪৪০টি ও আবেদনযোগ্য প্রার্থীর সংখ্যা ৩৭১২৩৫ অর্থাৎ প্রতিটি আসনের বিপরীতে প্রার্থীর সংখ্যা ২৫৮ জন এবং চ-ইউনিটে ১৩৫টি আসন সংখ্যা রয়েছে, আবেদনযোগ্য প্রার্থীর সংখ্যা ৬২০৩৪৯ অর্থাৎ প্রতিটি আসনের বিপরীতে প্রার্থীর সংখ্যা ৪৫৯৬ জন। গত ২০১৫-১৬ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের স্নাতকের আসন ছিল ৬৬৫৫টি। বিভিন্ন ইউনিটে ছাত্র-ছাত্রীদের আবেদনের যোগ্যতা ॥ ক-ইউনিট : ক-ইউনিটের অধীনে ভর্তিচ্ছুকদের বিজ্ঞান ও কৃষি বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডের বিজ্ঞান শাখায় আলিম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ দ্বয়ের যোগফল অন্তত ৮.০ (এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.৫ থাকতে হবে)। খ-ইউনিট : খ-ইউনিটের অধীনে ভর্তিচ্ছুদের মানবিক শাখায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডের মানবিক শাখায় আলিম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ দ্বয়ের যোগফল অন্তত ৭.০। গ-ইউনিট : গ-ইউনিটের অধীনে ভর্তিচ্ছুদের ব্যবসায় শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, বিজনেস ম্যানেজমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ দ্বয়ের যোগফল অন্তত ৭.৫। ঘ-ইউনিট : ঘ-ইউনিটের অধীনে ভর্তিচ্ছুকদের ১। (ক) মানবিক শাখায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডের মানবিক শাখায় আলিম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ দ্বয়ের যোগফল অন্তত ৭.০; (খ) বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের বিজ্ঞান শাখা থেকে আগত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ দ্বয়ের যোগফল অন্তত ৮.০; (গ) ব্যবসায় শিক্ষা, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ ও বিজনেস ম্যানেজমেন্ট শাখা থেকে আগত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ দ্বয়ের যোগফল অন্তত ৭.৫; ২। উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় কোন বিষয়েই লেটার গ্রেড-বি (গ্রেড পয়েন্ট-৩) এর নিচে নয়। চ-ইউনিট : চ-ইউনিটের অধীনে ভর্তিচ্ছুদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ যে কোন একটি ন্যূনতম জিপিএ ৩.০ এবং উভয় পরীক্ষার জিপিএ দ্বয়ের যোগফল ন্যূনতম ৬.৫। ও লেভেল পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং এ লেভেল পরীক্ষায় অন্তত ২টি বিষয়ের মধ্যে অর্থাৎ মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে বি-গ্রেড ও ৩টি বিষয়ে কমপক্ষে সি-গ্রেড প্রাপ্ত হতে হবে। উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় সর্বনিম্ন গ্রেড প্রাপ্তির শর্তাদি এবং বিভাগীয় শর্তাদি ভর্তি নির্দেশিকায় উল্লেখ থাকবে।
×