ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিসকো থেকে চাকরি হারাচ্ছে সাড়ে ৮ হাজার কর্মী

প্রকাশিত: ০৪:০৭, ২৩ আগস্ট ২০১৬

সিসকো থেকে চাকরি হারাচ্ছে সাড়ে ৮ হাজার কর্মী

ব্যবসায় মন্দা আর ভবিষ্যত কর্ম-পরিকল্পনার অংশ হিসেবে বিখ্যাত নেটওয়ার্কিং যন্ত্র নির্মাতা প্রতিষ্ঠান সিসকো থেকে চাকরি হারাচ্ছেন ৮ হাজার ৫শ’ কর্মী। আর আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই সিদ্ধান্তটি কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠানটি। সিসকো নিজেই সিআরএন’কে জানিয়েছে, এ বেলায় তারা সারাবিশ্ব থেকে ৮ হাজার ৫শ’ কর্মীকে ছাঁটাই করছে। এজন্য ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে পেনশন স্কিম। কেন হঠাৎ করে ছোট করা হচ্ছে প্রতিষ্ঠানটি এ প্রশ্নেরও জবাব মিলেছে। যন্ত্রাংশের ব্যবসায় আর কর্তৃত্ব করতে চায় না সিসকো, এবার মন দিতে চায় সফটওয়্যারের দিকে। আর এ জন্যই সফটওয়্যারমুখী হতে প্রতিষ্ঠানটির এটি প্রথম পদক্ষেপ। এদিকে সিসকো যখন ছাঁটাইয়ের ঘোষণা দিচ্ছে, তখন তার শেয়ারের মূল্য কিন্তু গত ৩ মাসের তুলনায় ১৫ শতাংশ উর্ধে অবস্থান করছে। এখন এর প্রতিটি শেয়ারের মূল্য ৩১.২৩ ডলার। -অর্থনৈতিক রিপোর্টার
×