ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৪:০৪, ২৩ আগস্ট ২০১৬

জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা

বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন, ২০১৬ তে সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুত ও জ্বালানি খাতের কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেড। এর আগে কোম্পানি ৩১ ডিসেম্বর, ২০১৫ পর্যন্ত সময়ে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। সে হিসাবে ১৮ মাসে কোম্পানিটি মোট ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করল। অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জানা যায়, আলোচিত ১৮ মাসে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.৬৯ টাকা শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২০.৪১ টাকা এবং শেয়ার প্রতি কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২.৯১। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ অক্টোবর বগুড়ার হোটেল নার্জ গার্ডেনে অনুষ্ঠিত হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×