ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক কমেছে

প্রকাশিত: ০৪:০৪, ২৩ আগস্ট ২০১৬

পুঁজিবাজারে সূচক কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে লেনদেনের পরিমাণও সামান্য কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই অবস্থায় লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৪৪৭ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ২৩ কোটি ৪৫ লাখ টাকা কম। রবিবার ডিএসইতে ৪৭০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। সোমবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২টির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শুরু হলেও দুপুরে বিনিয়োগকারীদের মুনাফা তোলার প্রবণতা বেড়ে যায়। ফলে সূচকের ওঠানামা চলতে থাকে। সারাদিন সূচকের ওঠানামা শেষে ডিএসইর সার্বিক সূচক মূল্য সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৭৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১১৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৬২ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : কেয়া কসমেটিকস, বিএসআরএম লিমিটেড, মবিল যমুনা বিডি, ন্যাশনাল টিউবস, শাহজিবাজার পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, ডেল্টা লাইফ, বিএসআরএম স্টিল, আমান ফিড ও স্কয়ার ফার্মা। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ডেল্টা লাইফ, এমবে ফার্মা, এক্সিম ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড, কেয়া কসমেটিকস, এসএমএইল লেকচার মিউচুয়াল ফান্ড, লিগ্যাসি ফুটওয়ার, জিকিউ বলপেন, ন্যাশনাল টিউবস, ফেডারেল ইন্স্যুরেন্স ও ফার্মা এইড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ৮ম আইসিবি, বিডি ওয়েল্ডিং, রহিমা ফুড, ঢাকা ডাইং, ইনটেক, ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, এমারেল্ড ওয়েল, এইচ আর টেক্সটাইল ও ইমাম বাটন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।
×