ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভূগোল ও পরিবেশ

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৩:৫৩, ২৩ আগস্ট ২০১৬

নবম-দশম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ২৫.নক্ষত্র কোন কোন গ্যাস দিয়ে তৈরি? ক) হাইহ্রোজেন ও অক্সিজেন খ) হিলিয়াম ও অক্সিজেন গ) হাইড্রোজেন ও হিলিয়াম ঘ) হাইড্রোজেন ও নাইট্রোজেন ২৬.মানুষের তৈরী পরিবেশকে কি বলা হয়? ক) ভৌত পরিবেশ খ) প্রাকৃতিক পরিবেশ গ) সামাজিক পরিবেশ ঘ) সাংস্কৃতিক পরিবেশ ২৭.পৃথিবী আবর্তনের ফলে কোনো একটি স্থানে সূর্য যখন ঠিক মাথার উপর আসে অর্থাৎ সূর্য এবং সে স্থানের কোণ ০০ হলে তখন ঐ স্থানকে কী বলে? ক) অপরাহ্ন খ) মধ্যরাত গ) মধ্যাহ্ন ঘ) প্রভাত ২৮.ইংরেজি ‘এবড়মৎধঢ়যু’ কথাটি থেকে কোন কথাটি এসেছে? ক) ভৌগোলিক খ) পৃথিবীহ গ) ভূগোল ঘ) বর্ণনা ২৯.বাংলাদেশের বিক্ষিপ্তভাগে ছড়িয়ে থাকা জলাভূমির স্থানীয়ভাবে কী বলে- র. বিল রর. ঝিল ররর. হাওর নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩০.গ্যালাক্সি বা নক্ষত্রজগৎ হলো- র. গ্রহ, নক্ষত্রের বিশাল সমাবেশ রর. ধূলিকণা, ধূমকেতু বাষ্পকুন্ডের বিশাল সমাবেশ ররর. উল্কা, নীহারিকার বিশাল সমাবেশ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩১.গ্রামীণ বসতি বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন বা গোষ্ঠীবদ্ধ হওয়ার কারণ কী? ক) প্রচুর লোক থাকে খ) কৃষির উপর অতি নির্ভরশীলতা গ) প্রচুর জমি থাকে ঘ) দোচালা ও চৌচালা বসতি থাকে ৩২.কোন গ্রহে এসিড বৃষ্টি হয়? ক) বুধ খ) মঙ্গল গ) শুক্র ঘ) ইউরেনাস ৩৩.বনভূমির ফলে আবহাওয়া কীরূপ থাকে- ক) উষ্ণ খ) শীতল গ) আর্দ্র ঘ) নাতিশীতোষ্ণ ৩৪.১০ দ্রাঘিমা র জন্য সময়ের পার্থক্য হয় কত মিনিট? ক) ৪ মিনিট খ) ১৫ মিনিট গ) ৩০ মিনিট ঘ) ৪৫ মিনিট ৩৫.কোন ধরনের ভূমিতে সড়কপথ নির্মাণ করা ব্যয়বহুল? ক) সমতল খ) মালভূমি গ) পার্বত্যভূমি ঘ) বদ্বীপ এলাকা ৩৬.কোন খনিজের কাঠিন্য সবচেয়ে বেশি? ক) টেলক খ) জিপসাম গ) ক্যালসাইট ঘ) হীরা ৩৭.জনসংখ্যার ঘনত্ব নির্ভর করে- র. ভূপ্রকৃতির ওপর রর. জলবায়ুর ওপর ররর. শিল্পোন্নতির ওপর নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও ররর ঘ) রর ও ররর ৩৮.অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয়- র. কৃষিকাজ রর. শহর ও নগর ররর. বনজ সম্পদ ও খনিজ সম্পদ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৯.১ বছরে আলো যে দূরুত্ব অতিক্রম করে তাকে কি বলে? ক) আলোক দূরত্ব খ) আলোক বেগ গ) আলোক দিক ঘ) আলোক বর্ষ ৪০.পাললিক শিলা ভূপৃষ্ঠের মোট আয়তনের শতকরা কত ভাগ দখল করে আছে? ক) চার খ) পাঁচ গ) ছয় ঘ) সাত ৪১.আকাশের কোনদিকে ছায়াপথ দেখা যায়? ক) পূর্ব-পশ্চিমে খ) উত্তর-দক্ষিণে গ) দক্ষিণ-পশ্চিমে ঘ) উত্তর-পশ্চিমে ৪২.আমাদের দেশের কোন এলাকায় খরার প্রভাবে কৃষিজ ফসলের উৎপাদন কমে যায়? ক) উত্তর-পূর্ব এলাকায় খ) দক্ষিণ-পশ্চিম এলাকায় গ) মধ্য এলাকায় ঘ) পূর্ব এলাকায় ৪৩.ম্যারিয়ানা খাত কোন দ্বীপে অবস্থিত? ক) আলাস্কা দ্বীপে খ) গুয়াম দ্বীপে গ) পোটোরিকো দ্বীপে ঘ) শুন্ডা দ্বীপে ৪৪.৩০-৪০ বছরের আবহাওয়ার গড় অবস্থাকে কী বলে? ক) আদ্রতা খ) জলবায়ু গ) বায়ুপ্রবাহ ঘ) বৃষ্টিপাত ৪৫.জনসংখ্যা ভূগোলের আলোচ্য বিষয়- র. জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি রর. সামাজিক ও অর্থনৈতিক জীবনে প্রভাব ররর. রাজনৈতিক কর্মকান্ড নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৬.আজাদ সখীপুর থানার অধিবাসী। তারা এবার বর্ষায় রীতিমতো আতঙ্কিত। তারা ভিটামাটি হারা হওয়ার আশঙ্কা করছে। আজাদ এক্ষেত্রে কোন প্রাকৃতিক দুর্যোগের ভয়ে শঙ্কিত? ক) বন্যা খ) ঘূর্ণিঝড় গ) নদীভাঙন ঘ) কালবৈশাখী ৪৭.যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কোন প্রতিষ্ঠান ১৯৬৫ ভূগোলের একটি সংজ্ঞা প্রদান করে? ক) বিজ্ঞান একাডেমি খ) ভূগোল একাডেমি গ) ভূগোল ও পরিবেশ একাডেমি ঘ) ভূগোল বিদ্যা একাডেমি ৪৮.আশ্রয়কেন্দ্র কোন উচ্চতায় নির্মাণ করা হয়? ক) বন্যাপ্রবণ অঞ্চলে খ) সর্বোচ্চ বন্যা লেভেলের উপরে গ) সারা দেশের সমভূমি অঞ্চলে ঘ) শুধু দ্বীপসমূহে নিচের অনুচ্ছেদটি পড় এবং দুইটি প্রশ্নের উত্তর দাও: হারূণ মিয়া নাটোরে বাস করে। তার জমিতে ইক্ষু চাষ ভালো হয় বলে তিনি সব সময় ইক্ষু চাষ করেন। ৪৯.বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কোনটির প্রভাব অপরিসীম? ক) নদী অববাহিকা খ) সমতল ভূমি গ) মালভূমি ঘ) বরেন্দ্রভূমি ৫০.বর্তমানে সিলেটের কোথায় হাতি দেখতে পাওয়া যায়? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: ২৫. (গ) ২৬. (গ) ২৭. (গ) ২৮. (গ) ২৯. (ঘ) ৩০. (ক) ৩১. (গ) ৩২. (গ) ৩৩. (গ) ৩৪. (ক) ৩৫. (গ) ৩৬. (ঘ) ৩৭. (গ) ৩৮. (খ) ৩৯. (ঘ) ৪০. (খ) ৪১. (খ) ৪২. (ক) ৪৩. (খ) ৪৪. (খ) ৪৫. (ক) ৪৬. (গ) ৪৭. (ক) ৪৮. (খ) ৪৯. (গ) ৫০. (গ)
×