ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রিটা দ্য বেঙ্গল টাইগার

প্রকাশিত: ০৩:৫২, ২৩ আগস্ট ২০১৬

রিটা দ্য বেঙ্গল টাইগার

নারী পুরুষের সমঅধিকারের কথা যতই বলা হোক না কেন, তার পরেও নিজের ছেলে ভাল কিছু করলে বলা হয় বাঘের বাচ্চা। কিন্তু নিজের মেয়ে দুর্দান্ত কিছু ঘটালেও বাঘের বাচ্চা বলে উচ্ছ্বসিত না হয়ে উচ্ছ্বাসের ধরনটা তখন একটু অন্য রকম হয় যেমন দেখতে হবে তো কার মেয়ে এই টাইপের কিছু কিন্তু মার্গারিটা মামুন মেয়েটি যেন এ ক্ষেত্রে একটু ভিন্ন। বাবা-মা কিংবা বন্ধু মহলে যে রিটা নামেই পরিচিত। তবে কর্মকা-ের পরিম-লে নিজের নাম স্থাপন করেছেন ‘বাংলার বাঘ’ নামে। নিজের অদম্য ইচ্ছা এবং সুদূরপ্রসারী চিন্তা তাকে এ নামে স্বার্থকতা এনে দিয়েছে। যদিও স্বপ্নের বীজ বপন হয়েছে মায়ের কাছ থেকে এবং সে বীজ থেকে সুফলা শস্য পরিণত হতে বাবার সহযোগিতা অপরিসীম। মস্কোতে জন্ম নেয়া মার্গারিটা মামুনের বাবা মেরিন প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন এবং মা সাবেক বিদশিক জিমন্যাস্ট আন্না। অলিম্পিকে কখনও কোন পদক জিততে পারেনি বাংলাদেশ। তবে রিওর আসরে একটি সোনার পদকের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের নামও। ভারসাম্যের অসামান্য নিদর্শন আর দুর্দান্ত শারীরিক কলাকৌশল দেখিয়ে জেতা রিদমিক জিমন্যাস্টিক্সের সোনার পদকটি বাংলাদেশেরও বলে জানিয়েছেন বাংলাদেশী বাবা আর রুশ মার ঘরে জন্ম নেয়া মার্গারিতা মামুন। মস্কোতে জন্ম নেয়া ২০ বছর বয়সী মামুন গেমসের পঞ্চদশ দিনে বাংলাদেশ সময় শনিবার গভীর রাতে ব্যক্তিগত অল আরাউন্ট ইভেন্টে সোনা জেতার পর সাংবাদিকদের জানিয়েছেন, ‘এই জয় দুই দেশের জন্য’। মস্কোতে জন্ম নেয়া মামুনের বাবা মেরিন প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন রাশিয়াতেই থিতু হয়েছেন। মা সাবেক রিদমিক জিমন্যাস্ট আন্নার কাছ থেকেই দীক্ষা পেয়েছেন তিনি। রিদমিক জিমন্যাস্টিক্সে রাশিয়ায় বেশ কয়েক বছর ধরে আলোড়ন তোলা মামুন ‘দ্য বেঙ্গল টাইগার’ হিসেবে পরিচিত। তবে রিওতে শক্তি দিয়ে নয়, মামুন প্রতিপক্ষদের ঘায়েল করেন হুপ, বল, ক্লাব ও রিবন এই চারটি রুটিনে অনবদ্য ক্রীড়াশৈলী দেখিয়ে সোনা জিততে মামুন পেছনে ফেলেন ফেভারিট ও তিন বারের বিশ্ব চ্যাম্পিয়ন স্বদেশি ইয়ানা কুদ্রিয়াভৎসেভাকে। ফাইনালে প্রতিযোগিতার হুপ ও বলের রুটিন শেষে পয়েন্ট তালিকায় শীর্ষেই ছিলেন ইয়ানা। কিন্তু ক্লাব-পারফরম্যান্সের শেষ মুহূর্তে ভুল করে বসেন। ক্লাব উপরে ছুড়ে ফ্লোরে গড়িয়ে ধরতে পারনি। বাড়িয়ে থাকা হাতকে ফাকি দিয়ে তা পড়ে যায় ফ্লোরে। এতে অনেকটাই এগিয়ে যান মামুন। সর্বমোট ৭৬.৪৮৩ স্কোর করে সেরা হন মামুন। শেষ পর্যন্ত ৭৫.৬০৮ স্কোর করে রুপা জেতেন ইয়ানা। ইউক্রেইনের গানা রিজাতদিনোভা পেয়েছেন ব্রোঞ্জ। রাশিয়াকে এই ইভেন্টে টানা পঞ্চম সোনার পদক এনে দেওয়া মামুন বলেন ‘আজ আমার সোনার পদক জেতাটা খুবই অপ্রত্যাশিত। কারণ আজকের আগে অল অ্যারাউন্ডে ইয়ানা আমাকে হারিয়ে প্রতিবার জিতেছে। তাই আমি আজকে সোনার পদক জিতব তা আসলেই ভাবিনি।’ ডিপ্রজন্ম ডেস্ক
×