ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সর্দি কাঁশি

প্রকাশিত: ০৩:৫১, ২৩ আগস্ট ২০১৬

সর্দি কাঁশি

০ বারে বারে হাঁচি কাশি আপনার দিনটাকেই মাটি করে দিতে পারে। ০ খুব কাছের মানুষের কাছ থেকে এটি সংক্রমিত হতে পারে। ০ এটি সাধারণত রাইনোভাইরাস দ্বারা হয়ে থাকে। তবে করোনা ভাইরাস, রেসপেরেটোরি সিনথেটিয়াল ভাইরাস দ্বারাও হয়ে থাকে। ০ আর একজন রোগীর ভাইরাস যখন কম্পিউটারের ওপর, দরজার হাতল, চামচ ইত্যাদির ওপর লেগে থাকে তখন এখান থেকে আপনিও সংক্রমিত হতে পারেন এই ভাইরাস দ্বারা। ০ হাঁচি-কাশি গলাব্যথা, হাল্কা জ্বর দিয়ে শুরু হয় এ রোগ। চিকিৎসা ০ বেশি বেশি করে পানি খাবেন ০ গরম স্যুপ খেতে পারেন ০ নাকের ড্রপ এবং জ্বরের জন্য প্যারাসিটামলই যথেষ্ট। ০ ৭ দিনের বেশি হলে ডাক্তারের শরণাপন্ন হন।
×