ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খালেদার নেতৃত্বে বৈঠক

রামপাল বিদ্যুত কেন্দ্র বাতিলের দাবিতে কর্মসূচী পালন করবে ২০ দল

প্রকাশিত: ০৮:২০, ২২ আগস্ট ২০১৬

 রামপাল বিদ্যুত কেন্দ্র বাতিলের দাবিতে কর্মসূচী পালন করবে ২০ দল

স্টাফ রিপোর্টার ॥ রামপাল বিদ্যুত কেন্দ্র বাতিলের দাবিতে প্রতিবাদী কর্মসূচী পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। কর্মসূচী কী হবে, ঠিক করার দায়িত্ব দেয়া হয়েছে বিএনপি নেত্রী খালেদা জিয়ার ওপর। রবিবার রাতে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে জোট নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্র জানায়, রামপাল বিদ্যুত কেন্দ্র বাতিলের দাবিতে প্রতিবাদী কর্মসূচী পালন করবে ২০ দলীয় জোট। কী ধরনের কর্মসূচী আসতে পারে? এমন প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। তবে কর্মসূচী ঠিক করার দায়িত্ব বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে দেয়া হয়েছে বলে জানানো হয়। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে খালেদা জিয়া ওমরাহ পালন করতে সৌদি আরব যাবেন। তার আগে রামপাল ইস্যুসহ দেশের সার্বিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলবেন বিএনপি নেত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব) অলি আহমেদ, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ড. আহমেদ আব্দুল কাদের, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি, কল্যাণ পার্টি চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম, ন্যাপ-ভাসানী সভাপতি আযহারুল ইসলাম প্রমুখ।
×