ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আহসান সারোয়ারের চলচ্চিত্র ‘রং ঢং’

প্রকাশিত: ০৭:১৭, ২২ আগস্ট ২০১৬

আহসান সারোয়ারের চলচ্চিত্র ‘রং ঢং’

স্টাফ রিপোর্টার ॥ এরই মধ্যে তরুণ নির্মাতা আহসান সারোয়ার তার দ্বিতীয় চলচ্চিত্রের কাজ শুরু করেছেন। পানাম সিটিতে শুরু হয় এ চলচ্চিত্রের কাজ। নাম ‘রং ঢং’। এরই মধ্যে এ চলচ্চিত্রের তৃতীয় ধাপের কাজ শেষ হয়েছে। আর এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন প্রাণ রায়, ড. এজাজ, শবনম পারভীন, লুৎফর রহমান জর্জ, স্বাধীন খসরু, আমিন আজাদ, জামিল হোসেন, সাদাফ, সোহেল ম-ল, জান্নাত সোমা, অর্ণব খান, এহসানুল হক ও নবাগত ফারজানা মুক্তো প্রমুখ। তরুণ নির্মাতা আহসান সারোয়ার ফিল্ম এ্যান্ড মিডিয়া বিষয়ে পড়াশোনা করেছেন। এরপর তিনি তার প্রথম চলচ্চিত্র ‘আমরা করব জয়’ নির্মাণ করেন। ২০১৪ সালের ঈদে মুক্তি পাওয়া শিশুতোষ এ চলচ্চিত্রটি দেখে অনেকেই প্রশংসা করেন। তারই ধারাবাহিকতায় বর্তমানে তার দ্বিতীয় চলচ্চিত্র ‘রং ঢং’ নির্মাণ করছেন তিনি। চলচ্চিত্রটি প্রসঙ্গে আহসান সারোয়ার বলেন, এরই মধ্যে ঢাকার কাওরান বাজার সংলগ্ন ইউটিসি ভবন, নারায়াণগঞ্জের আগারপাড়া সংলগ্ন চিত্রপুরী শূটিং হাউস ও রূপগঞ্জের বরপা বাজার সংলগ্ন আনন্দ পল্লীতে এ চলচ্চিত্রের শূটিং হয়েছে। এ ছাড়া একটি ব্যয়বহুল গানের দৃশ্যায়ন করা হয়েছে যা এতে নতুন মাত্রা যোগ করবে। ভ- চলচ্চিত্র পরিচালক, ব্যবসায়ীসহ নানা চরিত্রের রূপায়ণ ঘটেছে এ চলচ্চিত্রে। চলচ্চিত্রের কাহিনী লিখেছেন আহসান সারোয়ার। চলচ্চিত্রটি প্রসঙ্গে প্রাণ রায় বলেন, এ চলচ্চিত্রে দুটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আমাকে। ভিন্ন মাত্রার একটি চলচ্চিত্র এটি। কাজ করে ভাল লেগেছে। এরই মধ্যে এ চলচ্চিত্রের তিনটি গান রেকর্ড হয়েছে। এ চলচ্চিত্রেরর সঙ্গীত পরিচালনা করছেন ফুয়াদ নাসের বাবু ও রোমাঞ্চ।
×