ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মডার্ন প্যান্টাথলনে লিসুনের স্বর্ণ

প্রকাশিত: ০৬:৫১, ২২ আগস্ট ২০১৬

মডার্ন প্যান্টাথলনে  লিসুনের স্বর্ণ

স্পোর্টস রিপোর্টার ॥ লন্ডন অলিম্পিকে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি আলেক্সন্ডার লিসুন। তবে রিও অলিম্পিকেই নিজেকে মেলে ধরলেন তিনি। শনিবার রেকর্ড ১,৪৭৯ পয়েন্ট গড়ে মডার্ণ প্যান্টাথলনে স্বর্ণপদক জিতেন তিনি। ১,৪৭২ পয়েন্ট গড়ে রৌপ্য জিতেছেন ইউক্রেনের পাভলো টিমোসচেঙ্কো। সেই সঙ্গে নতুন এক রেকর্ডও গড়লেন তিনি। ভিক্টোরিয়া তেরেসচুকের পর দ্বিতীয় এ্যাথলেট হিসেবে ইউক্রেনকে পদক উপহার দেন পাভলো টিমোসচেঙ্কো। তবে ২০০৮ সালে বেজিং অলিম্পিকে এই ইভেন্টে ব্রোঞ্জপদক জিতেছিলেন ভিক্টোরিয়া তেরেসচুক। এবার ১,৪৬৮ পয়েন্ট গড়ে মডার্ণ প্যান্টাথলনে ব্রোঞ্জপদক জিতেন মেক্সিকোর ইসমায়েল হার্নান্দেজ। এই ইভেন্টে স্বর্ণপদক জিতে রোমাঞ্চিত আলেক্সন্ডার লিসুন বলেন, ‘আমি কেবল আমার কাজটা করেছি।’ এদিকে ডাইভিংয়ের ১০ মিটার প্ল্যাটফর্ম ইভেন্টে চীনকে স্বর্ণপদক উপহার দিয়েছেন এইসেন। সেই সঙ্গে আট টুর্নামেন্টের ৭ পদই জেতে চীনের এ্যাথলেটরা। এই ইভেন্ট থেকে রৌপ্য জিতেন মেক্সিকোর সানচেজ এবং আমেরিকার ডেভিড বৌদিয়া জিতেন ব্রোঞ্জপদক। রিও অলিম্পিকের ওয়াটার পোলোতে স্বর্ণপদক জিতেছে সার্বিয়ার পুরুষ দল। চিরপ্রতিদ্বন্দ্বী ক্রোয়েশিয়াকে ১১-৭ ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক নিজেদের করে নেয় সার্বিয়া।
×