ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এই সাফল্যে আমি গর্বিত ॥ ফেলিক্স

প্রকাশিত: ০৬:৫০, ২২ আগস্ট ২০১৬

এই সাফল্যে আমি  গর্বিত ॥ ফেলিক্স

স্পোর্টস রিপোর্টার ॥ অলিম্পিক ইতিহাসে অনন্য রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের প্রমীলা স্প্রিন্টার এ্যালিসন ফেলিক্স। প্রথম কোন নারী হিসেবে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসরের এ্যাথলেটিক্সে ৬ স্বর্ণের রেকর্ড গড়েছেন তিনি। বাংলাদেশ সময় রবিবার সকালে যুক্তরাষ্ট্রের হয়ে মেয়েদের ৪দ্ধ৪০০ মিটার রিলেতে স্বর্ণ জিতে অনন্য এ কীর্তি গড়েন ৩০ বছর বয়সী ফেলিক্স। অসামান্য সাফল্যের পর তিনি জানিয়েছেন, এই সাফল্য তার ক্যারিয়ার সেরা। এজন্য তিনি গর্বিত। অলিম্পিক ইতিহাসে এ্যাথলেটিক্সে যেখানে আর কোন প্রমীলা এ্যাথলেটের ৫ স্বর্ণ জয়েরও দৃষ্টান্ত নেই, সেখানে ফেলিক্স জিতলেন হাফডজন স্বর্ণ। প্রথম কোন প্রমীলা হিসেবে এ কৃতিত্ব তার। এর আগে ৪দ্ধ১০০ মিটার রিলেতেও সতীর্থদের সঙ্গে প্রথম হওয়ায় ক্যারিয়ারের পঞ্চম অলিম্পিক স্বর্ণ জয় করেন তিনি। তাতেই অবশ্য ইতিহাসের পাতায় ঠাঁই পেয়েছিলেন। এবার আরেকটি স্বর্ণ জিতে অমরত্ব লাভ করলেন মার্কিন কৃষ্ণকন্যা। অবশ্য চারবারের অলিম্পিয়ান এ তারকার রিও শুরু হয়েছিল হতাশা দিয়েই। ২০০ মিটার স্প্রিন্টের ফাইনালে উঠতে ব্যর্থ হন তিনি। এরপর ৪০০ মিটারে অল্পের জন্য স্বর্ণ জিততে পারেননি। এরপর থেকেই অবশ্য স্বরূপে ফেরেন ফেলিক্স। রেকর্ড গড়া ষষ্ঠ স্বর্ণ জয়ের পথে ৩ মিনিট ১৯.০৬ সেকেন্ডে দৌড় শেষ করেন যুক্তরাষ্ট্রের ছয় কন্যা। এই ইভেন্টে জ্যামাইকা ৩ মিনিট ২০.৩৪ সেকেন্ড নিয়ে রৌপ্য ও যুক্তরাজ্য জয় করে ব্রোঞ্জপদক। এর ফলে এই ইভেন্টে টানা ছয় অলিস্পিকে স্বর্ণ জিতল যুক্তরাষ্ট্র। এ্যাথলেটিক্সে কোন নারী এ্যাথলেট চারটির বেশি স্বর্ণ জিততে পারেনি। এবার সেই সংখ্যাটিকে ছয়ে নিয়ে গেছেন ফেলিক্স। ২০০৮ বেজিং অলিম্পিকে ৪দ্ধ৪০০ মিটার রিলের সোনা জেতার পর লন্ডনে ২০১২ অলিম্পিকে ২০০ মিটার স্প্রিন্ট ও ৪দ্ধ১০০ ও ৪দ্ধ৪০০ মিটার রিলের স্বর্ণ জিতেছিলেন ফেলিক্স। এবার রিওতে জিতলেন দুটি রিলের স্বর্ণপদক। ছয় স্বর্ণসসহ অলিম্পিকে ফেলিক্সের পদকসংখ্যা ৯। বাকি তিনটি রৌপ্যপদক। রিওতে ৪০০ মিটারে রৌপ্য ছাড়াও এথেন্স ও বেজিং অলিম্পিকে ২০০ মিটারে রৌপ্যপদক জিতেছিলেন তিনি। ট্র্যাক এ্যান্ড ফিল্ডে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি পদক পাওয়া এই প্রমীলা এ্যাথলেট নিজের সাফল্যে তৃপ্ত। এই অর্জনকে অসামান্য হিসেবে অভিহিত করেছেন তিনি। ৪দ্ধ৪০০ মিটার রিলেতে মার্কিন মেয়েরা যেমন শ্রেষ্ঠত্ব দেখিয়েছে তেমনি একই ইভেন্টে দেশটির পুরুষ এ্যাথলেটরাও বাজিমাত করেছেন। রিও অলিম্পিকে এ্যাথলেটিক্সের শেষ ইভেন্ট ছিল ছেলেদের ৪দ্ধ৪০০ মিটার রিলে। বাংলাদেশ সময় রবিবার সকালে এই ইভেন্টে হারানো মুকুট ফিরে পায় অলিম্পিকের সেরা সাফল্যের দেশটি। লন্ডন অলিম্পিকে এই ইভেন্টে স্বর্ণ জিতেছিল বাহামা। এইবার যুক্তরাষ্ট্রকে শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দিয়েছেন টনি, গিলরা। আর্মান হল, টনি ম্যাকয়ে ও গিল রবার্টস প্রথম তিন লেগে দৌড়ে লশন মেরিটকে প্রায় দুই মিটারের লিড এনে দিয়েছিলেন। ৪০০ মিটারের সাবেক অলিম্পিক ও বিশ্বচ্যাম্পিয়ন শেষ লেগে তা আরও বাড়িয়ে ২ মিনিট ৫৭.৩০ সেকেন্ডে দৌড় শেষ করেন। জ্যামাইকা ২ মিনিট ৫৮.১৬ সেকেন্ড নিয়ে রৌপ্য ও গতবারের স্বর্ণজয়ী বাহামা ব্রোঞ্জপদক জয় করে। প্রতিক্রিয়া জানাতে গিয়ে মেরিট বলেন, এটা যুক্তরাষ্ট্র দল। আমি অসাধারণভাবে ফিরে এসেছি। সবার ঐকান্তিক প্রচেষ্টার কারণে এটা সম্ভব হয়েছে। এই অনুভূতি অসাধারণ।
×