ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রিওতে আরেকটি জয় দেখলেন উসাইন বোল্ট!

প্রকাশিত: ০৬:৫০, ২২ আগস্ট ২০১৬

রিওতে আরেকটি জয় দেখলেন  উসাইন বোল্ট!

ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থক উসাইন বোল্ট যে ফুটবল ভালবাসেন প্রমাণ দিলেন শনিবার। রিও অলিম্পিক ফুটবলের ফাইনালে ব্রাজিল-জার্মানির লড়াই চলার সময় মারাকানার জায়ান্ট স্ক্রিনে বার বার তার ছবি। কানে চিরাচরিত হেডফোন, গোটা শরীর কালো ট্র্যাকসুটে ঢাকা ট্র্যাক এ্যান্ড ফিল্ডের অবিসংবাদিত সম্রাটের। পাশে ব্রাজিলের জার্সি পরা মা জেনিফার। নেইমারকে বল নিয়ে ছুটতে দেখলেই দাঁড়িয়ে যাচ্ছেন আসন ছেড়ে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন মাঠের দিকে। দুর্দান্ত ফ্রি কিকে নেইমার গোল করার পর হাততালি দিচ্ছিলেন। জ্যামাইকার গতিদানব ব্রাজিলেও সমর্থক, বুঝতে বাকি রইল না। দ্বিতীয়ার্ধে জার্মানি গোল শোধ করে দেয়ার পর মাথায় হাত। ট্রিপল-ট্রিপল স্বপ্ন পূরণ করে উসাইন বোল্ট এখন ফুরফুরে মেজাজে। ফুটবলের ফাইনাল দেখতে মারাকনায় উজ্জ্বল উপস্থিতি তাই প্রমাণ করে। টানা তিন অলিম্পিকে ৯ স্বর্ণপদক যার ভা-ারে তিনি কিনা ফুটবলের মাঠে? অনেকটা ভিমরি খাওয়ার মতো। ৭৮ হাজার দর্শকের গ্যালারিও সম্মান জানালো জায়ান্ট স্ক্রিনে তাকে দেখে। যখনই বিশাল টিভির পর্দায় বোল্ট তখনই করতালিতে মুখরিত স্টেডিয়াম। রিওতে নিজে হেসেখেলে অলিম্পিকের রেকর্ড বুক সুবিন্যস্ত করেছেন ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে সোনার মেডেল গলায় ঝুলিয়ে। রিলে রেসে জ্যামাইকা দলের জয়ে এ্যাথলেটিক্সের মহানায়ক বনে যাওয়া বোল্ট এবার বিজয় দেখলেন প্রিয় দল ব্রাজিলের। এদিকে সামনের টোকিও অলিম্পিকে আর বিদ্যুৎ-এর ঝলক দেখা যবে না। বিষয়টা মেনে নিতে পারছেন আন্তর্জাতিক এ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি সেবাস্তিয়ান কো। ব্রাজিলের সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেছেন বোল্টকে আর ট্র্যাকে দেখব না বিশ্বাস করতে পারছি না। মোহাম্মদ আলির পর কিংবদন্তি হিসেবে কথা উঠলে উসাইন বোল্ট ছাড়া আর কারও নাম মনে করতে পারছি না। এখন প্রশ্ন উঠছে বোল্ট যা করলেন তা আদৌ কেউ আর ভাঙতে পারবেন? পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। একদিন হয় তো বোল্টের অবিশ্বাস্য রেকর্ড ভেঙ্গে দেবেন কেউ। কিন্তু কাজটা খুবই কঠিন।
×