ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৩৫, ২২ আগস্ট ২০১৬

টুকরো খবর

মন্দিরের পুকুর দখলে ড্রেজার স্থাপন ॥ পূজা না করার হুমকি স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে আড়াই শ’ বছরের প্রাচীন শ্রীনগর অনন্তদেব মন্দিরের পুকুর দখলের চেষ্টা শুরু হয়েছে। উপজেলার কেন্দ্রীয় এই মন্দিরের পুকুরে রাতের আঁধারে ড্রেজার স্থাপন করায় ক্ষোভে ফেটে পড়ে সনাতন ধর্মালম্বীসহ সর্বস্তরের মানুষ। পুকুরটি দখলের হাত থেকে রক্ষা না হলে উপজেলার শতাধিক মন্দিরে আসন্ন দুর্গাপূজা ও কালীপূজা বয়কটের ঘোষণা দিয়েছে পূজা উদযাপন পরিষদ। এই বিষয়ে শনিবার স্থানীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ এবং জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরে লিখিত আবেদন করেছে মন্দির পরিচালনা কমিটি। রবিবার এই বিষয়ে প্রশাসনিক আলাচনাও হয়েছে। জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল জানান, এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির সভাপতি বিজয় চক্রবর্তী জানান, জমিদার রাজেন্দ্র কুমার বসু ও ব্রজেন্দ্র কুমার বসুর পূর্ব পুরুষ শ্রী লালা কীর্ত্তি নারায়ণ ১৭৬৬ সালে শ্রীনগর বাজারের পশ্চিম পাশে তাঁর বাসস্থান সংলগ্ন অনন্ত দেব মন্দির স্থাপন করেন। এর পাশে পুকুর খনন করে পূজা অর্চনা ও প্রতিমা বিসর্জনের জন্য একটি পাকা ঘাটলা নির্মাণ করে দেন। সম্প্রতি এই পুকুরের উপর দৃষ্টি পড়ে একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্রের। সোনা চোরাচালান মামলায় কারাদ- স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে সোনা চোরাচালান মামলায় মোহাম্মদ নাইম নামে এক আসামিকে সাত বছরের কারাদ- দিয়েছে আদালত। একই রায়ে আসামিকে ১০ হাজার টাকা অর্থদ-, অনাদায়ে আরও তিন মাসের কারাদ- দেয় আদালত। রবিবার মহানগর দায়রা জজ শাহে নুর এ রায় দেন। দ-প্রাপ্ত আসামি মোহাম্মদ নাইম ফটিকছড়ি উপজেলার জাহানপুর এলাকার মৃত আলী আহমদের পুত্র। বতর্মানে সে পলাতক রয়েছে। আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২৩ মার্চ ওমান থেকে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরেন মোহাম্মদ নাইম। চেক আউটের সময় তার ব্যাগে তল্লাশি চালিয়ে ১৫টি সোনার বার উদ্ধার করেন বিমানবন্দরে দায়িত্ব পালনরত কাস্টমসের কর্মকর্তারা। দুই সাব রেজিস্ট্রার গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২১ আগস্ট ॥ মেহেরপুর থেকে দুই সাব রেজিস্ট্রারকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সরকারী খাস জমি জালিয়াতির ঘটনা তদন্তে দুর্নীতি দমন কমিশন দুদকের কাজে বিঘœ সৃষ্টি করার অভিযোগে তাদের কর্মস্থল থেকে মেহেরপুরে ডেকে এনে রবিবার দুপুর ২টার দিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন আব্দুর রশিদ ম-ল ও শাহিদুর রহমান। এদের মধ্যে আব্দুর রশিদ ম-ল বর্তমানে নোয়াখালী সদর সাব রেজিস্ট্রি অফিস এবং সাইদুর রহমান ঝিনাইদহের মহেশপুর সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত রয়েছেন। বিকেলে তাদের মেহেরপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হলে বিচারক মহিদুজ্জামান জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। দুদক কুষ্টিয়া উপ-পরিচালক আব্দুল গাফফার জানান, ২০১১ সালে মেহেরপুরে সরকারী খাস জমি ১৮টি জাল দলিলের মাধ্যমে ১৮ জনের নামে বন্দোবস্ত দেয়া হয়। ওই মামলাটি তদন্তের স্বার্থে জমির দলিলসহ প্রয়োজনীয় নথিপত্র তলব করে দুদক। কিন্তু দীর্ঘদিন ধরে নানা অজুহাতে সাব রেজিস্ট্রার আব্দুর রশিদ ও শাহিদুর রহমান নথিপত্র দেয়া থেকে বিরত থাকেন। সরকারী কাজে বিঘœ সৃষ্টির অপরাধে রবিবার তাদের কর্মস্থল থেকে মেহেরপুর সাব রেজিস্ট্রি অফিসে ডেকে এনে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের হয়েছে। সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ আহত ৫ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়া উপজেলার রসুলপুরে এলাকায় আধিপত্য বিস্তার ও আসন্ন ঈদ উপলক্ষে কোরবানির গরুর হাটের ইজারার হিস্যা নিয়ে সংঘর্ষের ঘটনায় আল-আমিন (৩০) ও শিবলু ওরফে শিবু নামের (৩২) দুই ব্যক্তি গুলিবিদ্ধসহ পাঁচ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ৯ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশী পিস্তলসহ রাসেল নামে একজনকে আটক করেছে। রবিবার বিকেলে রসুলপুর এলাকায় উপজেলা পরিষদের সামনের রাস্তায় স্থানীয় ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহম্মেদ খান জিন্নাহর পক্ষের লোকজনের ওপর হামলা চালায় ইমামপুর গ্রামের বাসিন্দা আজিজুর রহমানের ছেলে রাসেল পক্ষের লোকজন। এ সময় চেয়ারম্যানের আত্মীয় আল-আমিন ও শিবু গুলিবিদ্ধ হয়। গুরুতর আহতাবস্থায় গুলিবিদ্ধ আল আমিনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবং শিবুকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গৃহপরিচারিকার লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২১ আগস্ট ॥ কুমিল্লায় ব্যাংক কর্মকর্তার বাসা থেকে নাসিমা আক্তার নামে এক গৃহপরিচারিকার লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার বিকেলে নগরীর উত্তরচর্থা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ছনুয়া মধুখালী গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। জানা যায়, নগরীর উত্তরচর্থা এলাকার ডা. ইমাম উদ্দিনের বাসার ভাড়াটিয়া পূবালী ব্যাংক কর্মকর্তা রেহানা আক্তারের বাসায় প্রায় ৩-৪ মাস আগে গৃহপরিচারিকার কাজ নেয় নাসিমা আক্তার। রবিবার বিকেলে ঘরে ঝুলন্ত অবস্থায় পুলিশ ওই কিশোরীর লাশ উদ্ধার করে। চট্টগ্রামে পুলিশের জঙ্গীবিরোধী সমাবেশ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পাঁচলাইশ থানাধীন প্রবর্তক স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে জঙ্গীবাদ, যৌন হয়রানি ও মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইকবাল বাহার। রবিবার সকালে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সৃষ্টিব্রত পাল । সভায় উপস্থিত ছিলেনÑ অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য্য, সিএমপির উত্তর জোনের উপ-পুলিশ কমিশনার ওয়ারীশ আহমেদ, পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদসহ কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। শ্রীপুরে কবর খুঁড়ে ৬ কঙ্কাল চুরি স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে রাতের আঁধারে একটি পারিবারিক গোরস্থানের ৬টি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামে ঘটনাটি ঘটে। বারতোপা গ্রামের স্কুলশিক্ষক জয়নুল আবেদীন ও স্থানীয়রা জানায়, শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা গ্রামে সড়কের পশ্চিম পাশে স্থানীয় মোল্লাবাড়ীর পারিবারিক গোরস্থান রয়েছে। ওই গোরস্থানে আবদুল হামিদ মোল্লা, এরশাদ আলী মোল্লা, মনির হোসেন মোল্লা, কাওসার মোল্লা, বানেছা খাতুন ও মজিদ সরকারকে কবর দেয়া হয়। শনিবার রাতে কবর খুঁড়ে তাদের কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। রবিবার স্থানীয়রা ওই কবরগুলোর মাটি সরানো দেখতে পান। খবর পেয়ে মৃতদের স্বজনরা ঘটনাস্থলে এসে ওই ৬টি কবরে মরদেহের কোন হাড়গোড়ও খুঁজে পাননি।
×