ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অটো রাইসমিলের বয়লার বিস্ফোরণে ২ শ্রমিক নিহত

প্রকাশিত: ০৬:৩৪, ২২ আগস্ট ২০১৬

অটো রাইসমিলের বয়লার বিস্ফোরণে  ২ শ্রমিক নিহত

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২১ আগস্ট ॥ জেলা শহরের নাগড়া এলাকায় একটি অটো রাইসমিলের বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত ও পাঁচজন আহত হয়েছে। রবিবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হচ্ছেÑ সদর উপজেলার প্রতাপপুর গ্রামের আমিরুল ইসলাম (৪৫) ও খালিয়াজুরী উপজেলার ইছাপুর গ্রামের নরোত্তম চৌধুরী (৫০)। জানা গেছে, রবিবার প্রতিদিনের মতো শ্রমিকরা বিপ্লব দাশ ও বিপুল দাশের মালিকানাধীন পদ্মা অটো রাইসমিলে কাজ করছিলেন। বিকেল তিনটার দিকে চাল সিদ্ধ করার বয়লারটি আকস্মিকভাবে বিস্ফোরিত হয় এবং চারপাশে আগুন ধরে যায়। এ সময় বিকট শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। দমকল কর্মীরা দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সাতজন শ্রমিক গুরুতর আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত আমিরুল ইসলাম ও নরোত্তম চৌধুরীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পর মারা যান।
×