ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোরে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত ॥ আহত ১০

প্রকাশিত: ০৬:৩৪, ২২ আগস্ট ২০১৬

যশোরে বাস-ট্রাক  সংঘর্ষে চালক  নিহত ॥ আহত ১০

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বাস-ট্রাক সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১০ জন যাত্রী। রবিবার সকাল ৬টার দিকে যশোর নিউ মার্কেট তেল পাম্প এলাকায় যশোরগামী সোহাগ পরিবহের একটি বাসের সঙ্গে ঢাকাগামী ট্রাকের সংঘর্ষ ঘটে। নিহত ট্রাকচালক শফিকুল ইসলাম (৩০) সাতক্ষীরা সদরের হাজীপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। আহত ট্রাকের হেলপার শিপন জানান, সাতক্ষীরা থেকে পাথর বোঝাই করে ট্রাক নিয়ে তারা ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর নিউমার্কেট তেল পাম্প এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সোহাগ পরিবহনের একটি বাস বেপরোয়াভাবে আসছিল। এ সময় ট্রাক ড্রাইভার রাস্তার পাশে দাঁড়িয়ে যায়। বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা দেয়। মাদারীপুরে নিহত ১ নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর থেকে জানান, রবিবার দুপুরে শহরের ইটেরপুল এলাকায় ইজিবাইক উল্টে আনোয়ার হোসেন (৩৫) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। নিহত আনোয়ার নতুন শহর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ভারি বৃষ্টির কারণে রাস্তাঘাট ডুবে যাওয়ায় ইজিবাইক উল্টে আনোয়ার নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত দু’জনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×