ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নওগাঁয় মালিক শ্রমিক সমঝোতা হয়নি ॥ গাড়ি বন্ধ

প্রকাশিত: ০৬:৩৩, ২২ আগস্ট ২০১৬

নওগাঁয় মালিক শ্রমিক সমঝোতা হয়নি ॥ গাড়ি বন্ধ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২১ আগস্ট ॥ নওগাঁয় সিএনজি-বেবিট্যাক্সি মালিক সমিতির লোকজনের সঙ্গে ব্যাটারিচালিত চার্জার-ভ্যান মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের মধ্যে দ্বিমুখী সংঘর্ষের ঘটনা মীমাংসা হয়নি। রবিবার উভয় সংগঠনের নেতা-কর্মীরা দফায় দফায় বৈঠক করেও কোন সমাধানে আসতে পারেনি। উভয় সংগঠনের রশি টানাটানিতে শহরের হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়েছে। জানা গেছে, শনিবার বিকেলে শহরের পুরনো বাসস্ট্যান্ডে ব্যাটারিচালিত চার্জার চলাচলকে কেন্দ্র করে সিএনজি ও বেবিট্যাক্সি চালকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে চার্জার চালকদের। এতে প্রায় অর্ধশত গাড়ি ভাংচুর ও বেশ ক’জন শ্রমিক আহত হয়। পরে দাঙ্গা পুলিশ এসে লাঠি চার্জ করে দু’পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, রবিবার দিনব্যাপী উভয়পক্ষ দফায় দফায় বৈঠক করেও তারা সমঝোতায় আসতে পারেনি।
×