ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চুরির অপবাদে কিশোরকে নির্যাতন ॥ দোকান মালিক পলাতক

প্রকাশিত: ০৬:৩৩, ২২ আগস্ট ২০১৬

চুরির অপবাদে কিশোরকে  নির্যাতন ॥ দোকান  মালিক পলাতক

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২১ আগস্ট ॥ মাত্র ৭শ’ টাকা চুরির অপবাদ দিয়ে পিয়াস (১১) নামের এক কিশোরকে নির্যাতনের অভিযোগ উঠেছে দোকান মালিকের বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে দোকান মালিক তিজারত হোসেন। রবিবার বিকেলে কিশোর পিয়াসের খালু বাদী তিনজনকে আসামি করে থানায় মামলা করেছেন। আহত পিয়াসকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিয়াসের স্বজনরা জানায়, ছয় মাস আগে সপ্তাহে এক শ’ টাকা মজুরিতে কবি সুকান্ত সড়কের সুলতান মার্কেটের তিজারত ইলেকট্রনিক্সে কর্মচারীর কাজ নেয় এতিম পিয়াস। তার বাড়ি কালীগঞ্জ উপজেলার চাপাতলা গ্রামে। সে দিনমজুর জহির উদ্দিনের ছেলে। পিয়াস বর্তমানে সদর উপজেলার ধানহাড়িয়া গ্রামের খালা বাড়িতে থাকত। পিয়াসের বাবা জহির উদ্দিন জানান, জন্মের পরেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় পিয়াসের মা। অভাব অনটনের সংসারে আমার একমাত্র সন্তান তিজারত ইলেকট্রনিক্সের কাজ করত। প্রতিদিনের ন্যায় শনিবার সকালে সুকান্ত সড়কের সুলতান মার্কেটে তিজারত ইলেকট্রনিক্সে কাজ করতে যায় সে। সারাদিন পর সন্ধ্যায় মালিক তিজারত হোসেন দোকান থেকে বের হয়ে বাইরে যায়। ফিরে এসে ক্যাশবাক্সে থাকা ৭শ’ টাকা না পেয়ে চুরির অপবাদ দিয়ে আমার ছেলেকে মারধর শুরু করে। পাষ- তিজারত হাতুড়ি, কাঠের বাটাম ও রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাকে আহত করে। এ সময় অন্য দোকানিরা এসে তাকে উদ্ধার করে। পরে তিজারত তড়িঘড়ি করে বাড়িতে নিয়ে যায়। আমার ভায়রা রুস্তম আলী খবর পেয়ে তাকে উদ্ধার করে রাত ১২টার দিকে পিয়াসকে সদর হাসপাতালে ভর্তি করে।
×