ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৩২, ২২ আগস্ট ২০১৬

টুকরো খবর

পলাতক আসামি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২১ আগস্ট ॥ টানা ১৪ বছর পলাতক থাকার পর সদর উপজেলার নগুয়া কুশলগাঁও গ্রামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুরুজ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে মডেল থানা পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। জানা গেছে, সুরুজ আলী ২০০২ সালের ১১ জানুয়ারি রাতে একই উপজেলার এক গৃহবধূকে (৩৫) ধর্ষণ করে। ওই মামলায় আদালত ২০১৫ সালে সুরুজ আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদ- দেয়। মডেল থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, রবিবার সুরুজ আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ফেনসিডিলসহ আটক ৩ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পুঠিয়ায় পাথরবোঝাই একটি ট্রাক থেকে ৮৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। এ সময় ফেনসিডিল চোরাচালানের অভিযোগে ট্রাক থেকে তিন মাদক বিক্রেতাকেও আটক করা হয়েছে। আর পাথরসহ জব্দ করা হয়েছে ট্রাকটি। রবিবার সকালে পুঠিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আটকরা হলোÑ রাজশাহী মহানগরীর গুগরইল এলাকার তসলিম উদ্দিনের ছেলে সোহেল রানা, বড় বনগ্রাম চকপাড়া এলাকার আবদুস সালামের ছেলে নূর আহমেদ এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সালামপুর গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে লাল মাহমুদ। সহকর্মীর গুলিতে আহত পুলিশ নিজস্ব সংবাদদাতা, সাভার, ২১ আগস্ট ॥ আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার ভেতরে সহকর্মীর অসাবধানতায় গুলিতে রেজাউল (২২) নামের এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে। তাকে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকাল ৭টার দিকে আশুলিয়া থানার নলাম এলাকায় ‘গ্লোবাল এ্যাটায়ার্স’ নামের একটি পোশাক কারখানার ভেতরে এ ঘটনা ঘটে। আশুলিয়া শিল্প পুলিশ-১-এর সহকারী পরিচালক এসএএম ফজল-ই-খুদা জানান, আশুলিয়া শিল্প পুলিশ-১-এর কয়েকজন কনস্টেবল ওই কারখানায় বিদেশীদের নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। পরে রবিবার সকালে তারা ডিউটি শেষ করে ফেরার প্রস্তুতি নেয়ার সময় ওই পোশাক কারখানার ভেতরে হাসনাত নামের এক কনস্টেবল তার শটগান থেকে গুলি বের করার সময় অসাবধানবশত সহকর্মী রেজাউলের দু’পায়ের হাঁটুর উপরে গুলি লাগে। পরে তাকে অন্য পুলিশ সদস্যরা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। ড.মনসুর উদ্দীন মহিলা কলেজ চাঁদপুরে শীর্ষে নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর,২১ আগস্ট ॥ কচুয়ার ড.মনসুর উদ্দীন মহিলা কলেজ চাঁদপুর জেলায় শীর্ষে। জেলার একমাত্র শতভাগ উত্তীর্ণ প্রতিষ্ঠান কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৮টি কলেজ শতভাগ উত্তীর্ণ হয় । সেখানে ড.মনসুর উদ্দীন মহিলা কলেজ স্থান করে জেলায় এইচএসসির ফলে রেকর্ড সৃষ্টি করেছে। পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জাফলং পিকনিক স্পট এলাকায় বেড়াতে এসে পিয়াইন নদীর জলে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত স্কুলছাত্রের নাম আসিফ আহমদ (১৭)। সে গাজীপুরের টঙ্গীর আব্দুর রহমানের পুত্র। জানা গেছে, আসিফ তার কয়েক বন্ধুকে নিয়ে শুক্রবার জাফলং বেড়াতে আসে। বিকেলে পিয়াইনের জলে গোসল করতে নামার কিছুক্ষণ পরেই নিখোঁজ হয়ে যায়। রবিবার সকালে পিকনিক স্পটের অদূরে তার লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। কাপ্তাই হ্রদে মাছ আহরণের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২১ আগস্ট ॥ কাপ্তাই হ্রদ থেকে মাছ আহরণের নিষেধাজ্ঞা রবিবার প্রত্যাহার করা হয়েছে। হ্রদে কার্প প্রজাতির মাছসহ অন্যান্য প্রজাতির মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করার জন্য গত ১২ মে থেকে পরবর্তী ৩ মাসের জন্য সব মাছ আহরণের ওপর স্থানীয় প্রশাসন নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এ সংক্রান্ত কমিটির সিদ্ধান্ত অনুসারে জেলা প্রশাসক সামসুল আরেফিন ওই দিন মাছ আহরণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছেন। দুই গৃহবধূর বিবাদ থামাতে গিয়ে বৃদ্ধা নিহত স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ দুই গৃহবধূর ঝগড়া থামাতে গিয়ে কুলসুম বেওয়া (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে ঘটনাটি ঘটে নীলফামারীর ডোমার উপজেলার কেতকীবাড়ি ইউনিয়নের তেলিপাড়া গ্রামে। নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত ফজর উদ্দিনের স্ত্রী। তবিবুল ইসলামের স্ত্রী ফরিদা বেগমের সঙ্গে প্রতিবেশী রুবেল আহম্মেদের স্ত্রী মিনারা বেগম ঝর্ণার বিবাদ সৃষ্টি হয়। দুই গৃহবধূর মধ্যে হাতাহাতি থামাতে যায় ফরিদা বেগমের শাশুড়ি ওই বৃদ্ধা । এক পর্যায়ে মিনারা বেগম ঝর্ণা ওই বৃদ্ধাকে ঘুষি মেরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বিএসএফের ধাওয়ায় গরু ব্যবসায়ী আহত স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ চোরাপথে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ধাওয়া খেয়ে এক গরু ব্যবসায়ী আহত হয়েছেন। তার নাম নজরুল ইসলাম। বাড়ি তেঁতুলিয়া উপজেলা সদরের কালান্দিগছ গ্রামে। তবে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন গরু ব্যবসায়ী নজরুল অভিযোগ করেন, বিএসএফ সদস্যরা তাকে বেধড়ক মারপিট করেছে। পালিয়ে এসে তিনি প্রাণে রক্ষা পান। বিজিবি সূত্র জানায়, শনিবার রাতে কয়েকজন চোরাকারবারি তেঁতুলিয়া সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে ভারতীয় এলাকায় ঢুকে গরু আনতে যায়। ভারতীয় মুড়িখাওয়া বিএসএফ ফাঁড়ির সশস্ত্র টহল দল তাদের ধাওয়া করে।
×