ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে পশু জবাইয়ের স্থান নির্ধারণ

প্রকাশিত: ০৬:৩২, ২২ আগস্ট ২০১৬

রাজশাহীতে পশু জবাইয়ের স্থান নির্ধারণ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীতে কোরবানির ঈদে পশু জবাইয়ের জন্য ২২৭ স্থান নির্র্ধারণ করেছে সিটি কর্পোরেশন। রবিবার রাজশাহী সিটি কর্পোরেশন পরিষদের বিশেষ সাধারণ সভায় নগরীর ৩০ ওয়ার্ডে পশু জবাইয়ের জন্য স্থান নির্ধারণ করা হয়। নগর ভবনের নবনির্মিত সিটি হলে আয়োজিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম। সভায় সরকারী নির্দেশনা মোতাবেক সবকটি ওয়ার্ডের মোট ২২৭টি নির্ধারিত স্থানে সুষ্ঠু ও সুন্দরভাবে পশু কোরবানি করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রাসিকের দায়িত্বপ্রাপ্ত মেয়র আসন্ন ঈদ-উল-আযহার দিন নির্ধারিত স্থানে কোরবানি করে মহানগরীকে পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। সকল ওয়ার্ডের কাউন্সিলরকে এক্ষেত্রে ভূমিকা পালন করার অনুরোধ করেন তিনি। সভায় রাসিকের কাউন্সিলর ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
×