ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চাঁপাইয়ে দেদার বিক্রি হচ্ছে গরু মোটা তাজাকরণ ওষুধ

প্রকাশিত: ০৬:৩২, ২২ আগস্ট ২০১৬

চাঁপাইয়ে দেদার বিক্রি হচ্ছে গরু মোটা তাজাকরণ  ওষুধ

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ কোরবানির ঈদকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জুড়ে চলছে পশু মোটা তাজাকরণের প্রক্রিয়া। ক্ষতিকারক ইনজেকশন আর ট্যাবলেটে ভরে গেছে চার পৌরসভাসহ সীমান্ত এলাকার হাটবাজার। সাপ্তাহিক হাটেও নামছে এসব অবৈধ ট্যাবলেট। এমনকি গ্রামগঞ্জে ফেরি করে বিক্রি করছে এসব নিষিদ্ধ ওষুধ। বিশেষ করে মফঃস্বল এলাকার ওষুধের দোকানে মজুদ করা হয়েছে ক্ষতিকারক ইনজেকশন ও ট্যাবলেট। এমনকি লোভে পড়ে গ্রামগঞ্জের মুদির দোকানেও মিলছে এসব ওষুধ। নিয়ে আসছে একশ্রেণীর চোরাকারী ও যারা ভারত থেকে পশু আনার কাজে নিয়োজিত তারাও নিয়ে আসছে নিষিদ্ধ মোটা তাজাকরণের ট্যাবলেট ও ইনজেকশন। ফলে সমগ্র জেলা জুড়েই মানুষের জনস্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে। পাঁচ উপজেলা ও সীমান্ত গ্রামগুলোতে হাজারও পশু পালনকারী দেদারসে ব্যবহার করছে ট্যাবলেট, ইনজেকশন ও পাউডার জাতীয় ওষুধ। এমনকি পশু সম্পদ বিভাগের স্থানীয় মাঠ কর্মীরা ডাক্তার সেজে বহুদিন থেকে গ্রামগঞ্জে ভ্রাম্যমাণ হিসেবে চিকিৎসা সেবা দিয়ে আসছে।
×