ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গ্রেনেড হামলার বিচার দাবিতে বিক্ষোভ, মানববন্ধন

প্রকাশিত: ০৬:৩১, ২২ আগস্ট ২০১৬

গ্রেনেড হামলার বিচার দাবিতে বিক্ষোভ, মানববন্ধন

জনকণ্ঠ ডেস্ক ॥ ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদ ও হামলাকারীদের বিচার দাবিতে বিভিন্ন জেলায় রবিবার মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো খবর : কুড়িগ্রাম ॥ রবিবার আওয়ামী লীগ ও যুবলীগ জঙ্গীবাদ ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের দাবিতে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল করে। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনাসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু ম-ল, সাধারণ সম্পাদক জাফর আলী, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট আব্রাহাম লিংকন ও জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লতিফা হোসেন প্রমুখ। পঞ্চগড় ॥ রবিবার সকালে শহরের শেরেবাংলা পার্ক সংলগ্ন মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে মহিলা আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগসহ ১৪ দলের নেতাকর্মীরা অংশ নেয়। শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদত স¤্রাট, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম। দিনাজপুর ॥ রবিবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ডিগ্রী কলেজ ছাত্রলীগের আয়োজনে ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মনোরঞ্জন শীল গোপাল এমপি। কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাসুদ পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, আবু হুসাইন বিপু, জাকারিয়া জাকা, খয়রুল ইসলাম চৌধুরী, নুর ইসলাম, শামিম ফিরোজ আলম, ইয়াছিন আলী, মোশারফ হোসেন বাবুল, রফিকুল ইসলাম, রোকনুজ্জামান বিপ্লব ও রিয়াদ ইসলাম । নীলফামারী ॥ রবিবার দুপুরে স্থানীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ শেষে সেখান থেকে শোকযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোহেল রানার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু, মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, জিএম রাজ্জাক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, জেলা যুব মহিলা লীগের সভাপতি আরিফা সুলতানা লাভলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জীবন চৌধুরীসহ জেলার ছয় উপজেলার ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ। ঝালকাঠি ॥ জেলা আওয়ামী লীগের উদ্যোগে রবিবার সকাল সাড়ে ১০ টায় প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার শাহ আলম, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সাংগঠনিক সম্পাদক তরুণন কর্মকার, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিল ও যুবলীগ নেতা রেজাউল করিম জাকির বক্তব্য রাখেন। লক্ষ্মীপুর ॥ রবিবার লক্ষ্মীপুরে ১৪ দলের মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রায়পুর-ঢাকা মহাসড়কের পাশে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসসূচীতে বক্তব্য রাখেন Ñসাবেক সহসভাপতি এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বিজন ঘোষ, ১৪ দল সদর উপজেলা আহবায়ক মাস্টার রুহুল আমিন, যুগ্ম আহবায়ক জাকির হোসেন আজাদ ভূঁইয়া, বিএমএ সাবেক সভাপতি ডাঃ জাকির হোসেন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ আহবায়ক কামাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বেলাল হোসেন প্রমুখ। রাবি ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রবিবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গ্রেনেড হামলাকারী, জঙ্গী মদদদাতা তারেক গংয়ের বিচার দাবিতে সকাল সোয়া ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে মানববন্ধন করে প্রগতিশীল শিক্ষক সমাজ। এতে বক্তব্য দেন প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক ড. রকীব আহমদ, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান, রাবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা প্রমুখ। দাউদকান্দি ॥ রবিবার বিকেলে উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে শ্রমিক লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিন রকিবের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব) মোহাম্মদ আলী সুমন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন প্রমুখ।
×