ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্রপিক্যাল নিটেক্সে ৪১ ঘণ্টা পর আগুন নিভেছে

প্রকাশিত: ০৬:৩১, ২২ আগস্ট ২০১৬

ট্রপিক্যাল নিটেক্সে ৪১ ঘণ্টা পর আগুন নিভেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালিয়াকৈরের ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড কারখানার আগুন প্রায় ৪১ ঘণ্টা চেষ্টার পর রবিবার বিকেলে নেভাতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের কর্মীরা। ইতোমধ্যেই পুড়ে গেছে বিপুল পরিমাণ সুতা, ফেব্রিক্স, রফতানিযোগ্য ফিনিশড গুডস, কাটিং, সুইং, প্রিন্টিংসহ বিভিন্ন মেশিনপত্র ও মালামাল। আগুনের তাপে পাঁচতলা ওই কারখানা ভবনের বিভিন্ন স্থানে ফাটল ধরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কারখানার আগুন নিয়ন্ত্রণ নিয়ে অবহেলা ও দায়িত্বহীনতার অভিযোগ তুলে ফায়ার সার্ভিস ও কারাখানা কর্তৃপক্ষ পরস্পরকে দোষারোপ করছে। এদিকে অগ্নিকা-ের এ ঘটনায় জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগুন নেভাতে গিয়ে ফায়ারম্যান নাসির উদ্দিনসহ ১০ জন আহত হয়েছে। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (পরিকল্পনা) অজিত কুমার ভৌমিক রবিবার অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, তারা বিকেল ৫টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন। ফায়ার সার্ভিসের সদর দফতর, জয়দেবপুর, কালিয়াকৈর, সাভারের ইপিজেড, টঙ্গী, কুর্মিটোলা, বারিধারা, মিরপুর ও তেজগাঁও ফায়ার স্টেশনের ২১টি ইউনিটের কর্মীরা পর্যায়ক্রমে আগুন নেভানোর কাজে অংশ নেয়। এ ঘটনায় গাজীপুর জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম জানান, গাজীপুরের কালিয়াকৈরের ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড কারখানায় আগুনের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলামকে প্রধান করে গঠিত ওই তদন্ত কমিটির অন্যরা হলেনÑ সদস্য সচিব শ্রম অধিদফতরের কারখানা পরিদর্শক ফরিদ উদ্দিন, শিল্প পুলিশের একজন প্রতিনিধি, ফায়ার সার্ভিসের একজন প্রতিনিধি ও দুর্ঘটনাকবলিত কারখানার একজন প্রতিনিধি। অপরদিকে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (পরিকল্পনা) অজিত কুমার ভৌমিক জানান, ঘটনা তদন্তের জন্য ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অপারেশন) জহিরুল ইসলামকে প্রধান করে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
×